ইসরাইলকে এনপিটি স্বাক্ষরে বাধ্য করার আহ্বান জানাল সিরিয়া
(last modified Sun, 18 Sep 2022 01:17:26 GMT )
সেপ্টেম্বর ১৮, ২০২২ ০৭:১৭ Asia/Dhaka
  • ভিয়েনায় আইএইএর সদরদপ্তর
    ভিয়েনায় আইএইএর সদরদপ্তর

ইহুদিবাদী ইসরাইলকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি স্বাক্ষরে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়া। একই সঙ্গে পরমাণু অস্ত্রের ব্যাপারে ওয়াশিংটনের দ্বৈত নীতি ও দখলদার ইসরাইলের পক্ষ অবলম্বনের জন্য মার্কিন সরকারের তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএতে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি হাসান খাদৌর এ নিন্দা জানিয়েছেন। তিনি আইএইএর মধ্যপ্রাচ্য বিষয়ক এক বৈঠকে দেয়া ভাষণে বলেছেন, তেল আবিবকে নিঃশর্তভাবে তার পরমাণু স্থাপনাগুলো আইএইএর পরিদর্শকদের জন্য খুলে দিতে হবে। 

তিনি আরো বলেন, ইসরাইলকে এনপিটি স্বাক্ষরে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজকে আন্তরিক পদক্ষেপ নিতে হবে। সিরিয়ার এই সিনিয়র কূটনীতিক বলেন, পাশ্চাত্যকে ইসরাইলের পরমাণু অস্ত্র ভাণ্ডারের ব্যাপারে চোখ বন্ধ করে রাখার নীতি পরিহার করতে হবে। 

হাসান খাদৌর বলেন, আমেরিকা দাবি করে দেশটি সব ধরনের গণবিধ্বংসী অস্ত্র ধ্বংসের পক্ষে। কিন্তু যখন পরমাণু ও রাসায়নিক অস্ত্র ধ্বংসের প্রসঙ্গে কথা বলার সময় ইসরাইলের নামটি আসে তখন আমেরিকার মুখ বন্ধ হয়ে যায়।

ইহুদিবাদী ইসরাইলের সমরাস্ত্র ভাণ্ডারে ২০০ থেকে ৪০০ টি পরমাণু অস্ত্র রয়েছে বলে ধারনা করা হয়।এর অর্থ দাঁড়াচ্ছে, মধ্যপ্রাচ্যর একমাত্র পরমাণু অস্ত্রধর শক্তি ইহুদিবাদী ইসরাইল। তবে তেল আবিব তার পরমাণু অস্ত্রভাণ্ডার থাকার কথা স্বীকার বা অস্বীকার না করে এ ব্যাপারে বিশ্ববাসীকে অনিশ্চয়তার মধ্যে ফেলে রেখেছে।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।