প্রতিবেশী ইরানের সঙ্গে আমরা ইতিবাচক সম্পর্ক গড়ার চেষ্টা করছি: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
-
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, তারা প্রতিবেশী ইসলামী প্রজাতন্ত্রী সঙ্গে ঘনিষ্ঠ ও ইতিবাচক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করছেন। এজন্য দুই পক্ষ থেকেই প্রতিনিধিরা ইরাকের রাজধানী বাগদাদে কয়েক দফা বৈঠক করেছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
ফ্রান্সের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল ফ্রান্স ২৪-কে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দেয়ার অবকাশে ফয়সাল বিন ফারহান এ সাক্ষাৎকার দেন। অবশ্য, তিনি এ কথা উল্লেখ করেছেন যে, ইরানের সঙ্গে এখনো সৌদি আরবের বেশ কিছু মতপার্থক্য রয়েছে।
ইরানের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য বৈঠকের আয়োজন করেছে। এরমধ্যে দু দেশের গোয়েন্দা এবং নিরাপত্তা প্রধানদের বৈঠকও হয়েছে।
গত জুলাই মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান দু দেশের মধ্যকার সম্পর্ক প্রতিষ্ঠার প্রক্রিয়াকে ইতিবাচক আখ্যায়িত করেছিলেন। তিনি সেসময় প্রশংসা করে বলেছিলেন যে, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। ২০১৬ সাল থেকে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক ছিন্ন রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।