তুরস্কের কয়লা খনিতে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৪০
https://parstoday.ir/bn/news/west_asia-i114522-তুরস্কের_কয়লা_খনিতে_বিস্ফোরণ_নিহতের_সংখ্যা_বেড়ে_৪০
তুরস্কের উত্তরাঞ্চলে কৃষ্ণসাগর উপকূলীয় প্রদেশ বার্তিনের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছে। এ ঘটনায় বহু মানুষ খনির মধ্যে আটকা পড়েছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৫, ২০২২ ১৬:৪২ Asia/Dhaka
  • খনিতে বিস্ফোরণের পর ঘটনাস্থলে জড়ো হন উদ্ধারকর্মীরা
    খনিতে বিস্ফোরণের পর ঘটনাস্থলে জড়ো হন উদ্ধারকর্মীরা

তুরস্কের উত্তরাঞ্চলে কৃষ্ণসাগর উপকূলীয় প্রদেশ বার্তিনের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছে। এ ঘটনায় বহু মানুষ খনির মধ্যে আটকা পড়েছিল।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সয়লু আজ (শনিবার) মৃত্যুর এ সংখ্যা নিশ্চিত করেন। তিনি জানান, খনি থেকে ৫৮ জন শ্রমিক নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছে। অশ্রুসিক্ত চোখে জ্বালানিমন্ত্রী ফাতিহ দোনমেয বলেন, “আমরা খনিতে উদ্ধার অভিযান শেষ করতে যাচ্ছি।”   

গতকাল আমাসরা শহরের রাষ্ট্রীয় মালিকানাধীন খনিতে বিস্ফোরণ ঘটে। মাটির কয়েশ মিটার গভীরে বিস্ফোরণ ঘটার পর উদ্ধারকর্মীরা হতাহত ও আটকে পড়া লোকজনকে উদ্ধারে জোর প্রচেষ্টা চালিয়েছে। বিস্ফোরণের সময় খনিতে ১১০ জন শ্রমিক কর্মরত ছিলেন।

জ্বালানিমন্ত্রী ফাতিহ দোনমেয বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- খনিতে জমে থাকা জ্বলনযোগ্য গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর সেখানে কয়েকটি উদ্ধারকারী দল পাঠানো হয় বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।#  

পার্সটুডে/এসআইবি/১৫