দামেস্কে আবার হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i115028-দামেস্কে_আবার_হামলা_চালিয়েছে_ইহুদিবাদী_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইল আবারো সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে কয়েকটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে ইসরাইল সিরিয়ায় তিন দফা এ ধরনের আগ্রাসন চালালো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৭, ২০২২ ১৫:১৩ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

ইহুদিবাদী ইসরাইল আবারো সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে কয়েকটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে ইসরাইল সিরিয়ায় তিন দফা এ ধরনের আগ্রাসন চালালো।

একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতরাত সাড়ে বারোটায় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে  দামেস্কের কাছাকাছি লক্ষ্যবস্তুগুলোর ওপর হামলা চালায় ইসরাইলি আগ্রাসনকারীরা। সানা বলছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে কিছু সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে গত সোমবার দিনের বেলায় ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলায় এক সেনা আহত এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তার আগে গত ২১ অক্টোবর দামেস্কের উপকণ্ঠে একই ধরনের হামলা চালায় ইসরাইল।#

পার্সটুডে/এসআইবি/২৭