ইরান-আমিরাত সম্পর্ক উন্নয়ন:
ইরান ও আমিরাতের দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় টেলিফোনে কথা বলেছেন। দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি করাসহ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করার উপায় নিয়ে কথা বলেছেন তারা।
বার্তা সংস্থা ইসনা এ তথ্য জানিয়েছে। দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উভয় দেশের মধ্যে সহযোগিতার সুযোগগুলো নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান এবং আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন যায়েদ আল-নাহিয়ান কথা বলেন। দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে মত বিনিময় করেন বলেও ইসনা জানিয়েছে।
আল-নাহিয়ান আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলোতে যৌথভাবে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি। একইসঙ্গে তিনি সর্বশেষ আঞ্চলিক ও বিশ্ব পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদকে সমর্থন করতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান নিউইয়র্কে জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনের অবকাশেও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আল-নাহিয়ানের সঙ্গে কথা বলেন। গত সেপ্টেম্বরের ওই অধিবেশনের অবকাশে তারা দ্বিপক্ষীয় সম্পর্কসহ যৌথ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
ওই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দু'দেশের মধ্যে সম্পর্কের ক্রমবর্ধমান উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক যত বেশি সম্ভব দৃঢ় ও শক্তিশালী করার আগ্রহের কথা জানান দুই নেতা।#
পার্সটুডে/এনএম/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।