সম্পর্ক স্বাভাবিক করতে এফ-৩৫ যুদ্ধবিমানকে পূর্বশর্ত দিয়েছে সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i117556-সম্পর্ক_স্বাভাবিক_করতে_এফ_৩৫_যুদ্ধবিমানকে_পূর্বশর্ত_দিয়েছে_সৌদি_আরব
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তেল আবিবের সঙ্গে সৌদি আরব সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে বলে একটি ইসরাইলি দৈনিক খবর দিয়েছে। এটি বলেছে, এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের জন্য আমেরিকার কাছে থেকে এফ-৩৫ জঙ্গিবিমানসহ অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয়ের সুবিধা পাওয়াকে পূর্বশর্ত দিয়েছে রিয়াদ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৪, ২০২২ ১১:৩৩ Asia/Dhaka
  • সম্পর্ক স্বাভাবিক করতে এফ-৩৫ যুদ্ধবিমানকে পূর্বশর্ত দিয়েছে সৌদি আরব

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তেল আবিবের সঙ্গে সৌদি আরব সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে বলে একটি ইসরাইলি দৈনিক খবর দিয়েছে। এটি বলেছে, এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের জন্য আমেরিকার কাছে থেকে এফ-৩৫ জঙ্গিবিমানসহ অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয়ের সুবিধা পাওয়াকে পূর্বশর্ত দিয়েছে রিয়াদ।

ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আরোনোথ তিনটি আলাদা সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) খবর দিয়েছে, সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ সালমান। এতে বলা হয়, “আলোচনায় বিন সালমান কয়েকটি শর্ত দিয়েছেন। এসবের মধ্যে রয়েছে, সৌদি আরবের কাছে আমেরিকার অত্যাধুনিক সমরাস্ত্র বিশেষ করে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির ওপর বাইডেন প্রশাসন যে নিষেধাজ্ঞা দিয়েছে তা প্রত্যাহার করতে হবে।”

সৌদি যুবরাজ এমন সময় এ শর্ত দিয়েছেন যখন ইসরাইল নিজে সৌদি আরবসহ আঞ্চলিক দেশগুলোর কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির ঘোর বিরোধিতা করে এসেছে। 

২০২০ সালের সেপ্টেম্বর মার্কিন মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ‘আব্রাহাম চুক্তি’ সই করে সংযুক্ত আরব আমিরাত। ওই সময় আমেরিকা আবু ধাবির কাছে ৫০টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করতে সম্মত হয়। কিন্তু তেল আবিবের বিরোধিতার কারণে বিগত দুই বছরেরও বেশি সময় ধরে আমেরিকা ওই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি।

ইসরাইলি দৈনিক ইয়াদিওথ আহরোনোথ খবরটির নিজস্ব বিশ্লেষণে বলেছে, সৌদি আরবের এই শর্ত মেনে নেয়া কঠিন এমনকি অসম্ভব। এতে আরো বলা হয়েছে, সৌদি আরবের সবুজ সংকেত পেয়েই ইসরাইলের সঙ্গে আব্রাহাম চুক্তি সই করেছিল সংযুক্ত আরব আমিরাত কারণ, রিয়াদের অনুমোদন ছাড়া আবু ধাবির পক্ষে এরকম কৌশলগত সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়।#

পার্সটুডে/এমএমআই/২৪