শহীদ সোলাইমানি ছিলেন লেবাননিদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু: লেবাননের হিজবুল্লাহ
-
শহীদ কাসেম সোলাইমানি
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ইলেকট্রনিক গণমাধ্যম বিভাগের প্রধান হুসাইন রিহাল বলেছেন, শহীদ সোলাইমানি ছিলেন লেবাননের জনগণের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তিনি কঠিন ও সংকটময় সময়ে লেবাননিদের পাশে ছিলেন। আজ (মঙ্গলবার) লেবাননের আল-মানার টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস ও পশ্চিম তীরে প্রতিরোধ সংগ্রামীরা আমেরিকার ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম হচ্ছে। আমেরিকা চাইছে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বিভিন্ন আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করাতে। তবে প্রতিরোধ সংগ্রামীদের তৎপরতা আমেরিকার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
হিজবুল্লাহর এই কর্মকর্তা আরও বলেন, প্রতিরোধ সংগ্রামীরা দৃঢ় নীতি-কৌশলের ওপর দাঁড়িয়ে আছে এবং তারা শত্রুর দুর্বল পয়েন্টগুলোও ভালো করে চেনে। তিনি সাম্রাজ্যবাদ ও সন্ত্রাসবাদের মোকাবেলায় জেনারেল কাসেম সোলাইমানির নানা অবদানের কথা স্মরণ করেন।
আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের সফল সেনা নায়ক ও ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানিকে ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সন্ত্রাসী বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে হত্যা করে।
আজ এই বীরের তৃতীয় শাহাদাৎ দিবস। দিবসটি উপলক্ষে ইরান, লেবানন ও ইরাকসহ বিভিন্ন দেশে নানা কর্মসূচি পালিত হচ্ছে।#
পার্সটুডে/এসএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।