ইসরাইলি বিমান ঘাঁটিতে ভেঙে পড়ল দূরপাল্লার ড্রোন
https://parstoday.ir/bn/news/west_asia-i118732-ইসরাইলি_বিমান_ঘাঁটিতে_ভেঙে_পড়ল_দূরপাল্লার_ড্রোন
ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীর আরও একটি ড্রোন ভূপাতিত হয়েছে। আজ (শনিবার) ইসরাইলের বালমাখিম বিমান ঘাঁটিতে এটি ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম 'ওয়ালা'। ড্রোনটি ভূপাতিত হওয়ার কারণে ঐ ঘাঁটিরও ক্ষতি হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২১, ২০২৩ ২০:২২ Asia/Dhaka
  • ইসরাইলি ড্রোন
    ইসরাইলি ড্রোন

ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীর আরও একটি ড্রোন ভূপাতিত হয়েছে। আজ (শনিবার) ইসরাইলের বালমাখিম বিমান ঘাঁটিতে এটি ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম 'ওয়ালা'। ড্রোনটি ভূপাতিত হওয়ার কারণে ঐ ঘাঁটিরও ক্ষতি হয়েছে।

ইসরাইলের সেনাবাহিনীর মুখপাত্র ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করে বলেছেন, ড্রোনটি বিমান ঘাঁটিতে ভূপাতিত হলেও কারো কোনো ক্ষতি হয়নি। ড্রোন ভূপাতিত হওয়ার কারণ তদন্ত করা হবে। 'ওয়ালা' বার্তা সংস্থা জানিয়েছে, এই ঘটনার পর ইসরাইলি সেনাবাহিনী 'হেরন' মডেলের সব ড্রোনের উড্ডয়ন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

'হেরন' ড্রোন হচ্ছে ইসরাইলের দূরপাল্লার ড্রোন। এটি একটানা ৫২ ঘণ্টা আকাশে উড়তে পারে। এই ড্রোন গোয়েন্দাবৃত্তির জন্যই মূলত ব্যবহার করা হয়, তবে এটি ২৫০ কেজি ওজন বহন করতেও সক্ষম।

গত মাসেও ফিলিস্তিনের নাবলুসে একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত হয়। এছাড়া চলতি সপ্তাহে পশ্চিম তীরে ইসরাইলের একটি ড্রোনকে লক্ষ্য করে গুলি চালানো হয়।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।