ইয়েমেনে সৌদি আরব এবং জাতিসংঘের বিরুদ্ধে বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/west_asia-i11962-ইয়েমেনে_সৌদি_আরব_এবং_জাতিসংঘের_বিরুদ্ধে_বিক্ষোভ
ইয়েমেনে সৌদি বাহিনীর বর্বরোচিত আগ্রাসন এবং শিশুদের অধিকার লঙ্ঘনকারী হিসেবে কালো তালিকা থেকে সৌদি আরবের নাম বাদ দেয়ার জাতিসংঘের সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির জনগণ রাস্তায় নেমে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ জানিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ১৩, ২০১৬ ১৯:০০ Asia/Dhaka

ইয়েমেনে সৌদি বাহিনীর বর্বরোচিত আগ্রাসন এবং শিশুদের অধিকার লঙ্ঘনকারী হিসেবে কালো তালিকা থেকে সৌদি আরবের নাম বাদ দেয়ার জাতিসংঘের সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির জনগণ রাস্তায় নেমে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ জানিয়েছে।

বিশ্ব ঐতিহ্যবাহী শহর হিসেবে জাতিসংঘের ইউনেসকো ঘোষিত সানার পুরনো শহরের ওপর সৌদি জঙ্গি বিমান হামলার প্রথম বার্ষিকী উপলক্ষ্যে মানবাধিকার কর্মীসহ বিক্ষোভকারীরা গতকাল (রোববার) শহরটির কাছে জড়ো হয়ে সৌদি আরব এবং জাতিসংঘের বিরুদ্ধে বিক্ষোভ করেন।

বিক্ষোভে অংশ নেয়া আলী হায়দার বলেন, ইয়েমেনে ধ্বংস যজ্ঞের বিষয়ে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সমাজের নিরবতার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, আমাদের ইতিহাস ঐতিহ্যের ওপর সৌদি বাহিনীর বর্বরোচিত হামলার প্রথম বার্ষিকীতে সানার পুরনো শহর থেকে পুরো বিশ্বের কাছে আমরা আমাদের প্রতিবাদের বার্তা পাঠাচ্ছি।

ইয়েমেনে জাতিসংঘের দফতরে জড়ো হয়ে শিশু অধিকার লঙ্ঘনকারী হিসেবে কালো তালিকা থেকে সৌদি আরবের নাম বাদ দেয়ায় দেশটির শিশুরা সংস্থাটির সিদ্ধান্তের বিরুদ্ধে সানায় আলাদাভাবে প্রতিবাদ জানিয়েছে।

বিক্ষোভকারীদেরকে সৌদি আরব এবং জাতিসংঘের বিরুদ্ধে নানা স্লোগান দিতে দেখা গেছে। ইয়েমেনে বর্বরোচিত হামলায় সহযোগী হিসেবে কাজ করায় বিক্ষোভকারীরা জাতিসংঘকে অভিযুক্ত করেন। বিক্ষোভে অংশ নেয়া নোহা আল –হামজি বলেন, পৃথিবীর অন্যান্য দেশের শিশুদের মতো আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে।#

 

পার্সটুডে/বাবুল আখতার/১৩