সৌদি বিমান অবতরণের অনুমতি দিল সিরিয়া; ত্রাণ তৎপরতা চালাবে রিয়াদ
https://parstoday.ir/bn/news/west_asia-i119672-সৌদি_বিমান_অবতরণের_অনুমতি_দিল_সিরিয়া_ত্রাণ_তৎপরতা_চালাবে_রিয়াদ
সৌদি আরবের ত্রাণবাহী বিমান অবতরণের অনুমতি দিয়েছে সিরিয়ার সরকার। সিরিয়ার বিমান সংস্থার প্রধান বাসাম মানসুর জানিয়েছেন, সৌদি আরবের রেড ক্রিসেন্ট সোসাইটি দামেস্কে বিমান অবতরণের অনুমতি চেয়েছিল। তাদেরকে এই অনুমতি দেওয়া হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১৮:০৩ Asia/Dhaka
  • সৌদি বিমান অবতরণের অনুমতি দিল সিরিয়া; ত্রাণ তৎপরতা চালাবে রিয়াদ

সৌদি আরবের ত্রাণবাহী বিমান অবতরণের অনুমতি দিয়েছে সিরিয়ার সরকার। সিরিয়ার বিমান সংস্থার প্রধান বাসাম মানসুর জানিয়েছেন, সৌদি আরবের রেড ক্রিসেন্ট সোসাইটি দামেস্কে বিমান অবতরণের অনুমতি চেয়েছিল। তাদেরকে এই অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান সিরিয়ার সর্বত্র ত্রাণ পৌঁছে দিতে সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন। তিনি গতকাল (সোমবার) ব্রাসেলসে বলেছেন, তাদের সামর্থ্য অনুযায়ী সিরিয়ার সব এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করবে রিয়াদ।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'ভূমিকম্পের ফলে যে বিপর্যয় দেখা দিয়েছে তাতে সবার সাড়া দেওয়া উচিত। সব পক্ষকে সিরিয়ার সব এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি আমরা।'

বিশ্লেষকরা বলছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয় জনগণের প্রতি সৌদি আররের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ঘটনা দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে সন্ত্রাসী তৎপরতা ছড়িয়ে পড়ার পর প্রেসিডেন্ট বাশার আসাদের বিপক্ষে অবস্থান নেয় সৌদি আরব। ঐ অবস্থানের কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়।#   

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।