বিশ্বের ৩০টির বেশি নির্বাচনে হস্তক্ষেপ করেছে ইসরাইলি প্রতিষ্ঠান
(last modified Thu, 16 Feb 2023 03:49:33 GMT )
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ০৯:৪৯ Asia/Dhaka
  • বিশ্বের ৩০টির বেশি নির্বাচনে হস্তক্ষেপ করেছে ইসরাইলি প্রতিষ্ঠান

ইহুদিবাদী ইসরাইলের একটি প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অনৈতিক নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ৩০টির বেশি নির্বাচনে হস্তক্ষেপ করেছে। তারা হ্যাকিংয়ের মাধ্যমে প্রতিপক্ষের তথ্য সংগ্রহ, প্রার্থীর বিরুদ্ধে অপবাদ ছড়ানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে নির্ধারিত প্রার্থীর পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখছে।

ইহুদিবাদী ইসরাইলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ৫০ বছর-বয়সি তাল হানান এই কোম্পানির প্রধানের দায়িত্বে রয়েছেন। বর্তমানে ‘জর্জ’ ছদ্মনামে তিনি এই কাজ চালিয়ে যাচ্ছেন এবং তার দলটি পরিচালিত হচ্ছে ‘টিম জর্জ’ নামে। দুই দশকের বেশি সময় ধরে বিভিন্ন দেশে নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে এই গোষ্ঠী।

ফ্রান্সের ল্যা মন্ড, জার্মানির ডার স্পাইগেল ও ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশের ৩০টি সংবাদমাধ্যমের সাংবাদিকদের একটি কনসোর্টিয়াম অনুসন্ধান চালিয়ে হানান ও তার দলের অপকর্ম সম্পর্কে জানতে পেরেছে। এই অনুসন্ধান কার্যক্রম সমন্বয় করেছে ফরবিডেন স্টোরিজ নামক ফ্রান্সের একটি অলাভজনক সংস্থা, যারা বিশ্বজুড়ে নিপীড়ন-নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার সাংবাদিকদের কাজ তুলে ধরে।

তিনজন অনুসন্ধানী সাংবাদিক গ্রাহক সেজে টিম জর্জ-এর কাছে গিয়ে তাদের কার্যক্রমের বিস্তারিত ভিডিও করে এনেছেন। হানান ওই ছদ্মবেশী সাংবাদিকদের বলেন, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক প্রচারণা এবং বেসরকারি কোম্পানি, যারা জনমত নিজেদের পক্ষে নিতে চায়, তাদের হয়ে কাজ করেছেন তারা। আফ্রিকা, দক্ষিণ ও মধ্য আমেরিকা,  আমেরিকা ও ইউরোপে বিভিন্ন গ্রাহককে তারা তাদের কথিত এই ‘সেবা’ দিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ