ইসরাইল ও আইএস সমন্বয়ের ভিত্তিতে সিরিয়ায় হামলা চালাচ্ছে: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i119848-ইসরাইল_ও_আইএস_সমন্বয়ের_ভিত্তিতে_সিরিয়ায়_হামলা_চালাচ্ছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের বিষয়ে পশ্চিমাদের নীরবতা লজ্জাজনক। সিরিয়ায় আজকের ইসরাইলি বিমান হামলার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১৯:২৩ Asia/Dhaka
  • কানয়ানি
    কানয়ানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের বিষয়ে পশ্চিমাদের নীরবতা লজ্জাজনক। সিরিয়ায় আজকের ইসরাইলি বিমান হামলার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

কানয়ানি আরও বলেন, সিরিয়ার রাজধানী দামেস্ক ও এর আশেপাশে ইসরাইলি হামলার নিন্দা জানাচ্ছি। দখলদার ইসরাইল বারবারই সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা লঙ্ঘন করে দেশটির ভূখণ্ডে সামরিক হামলা চালাচ্ছে। লজ্জাজনক বিষয় হলো পাশ্চাত্যের দেশগুলো এ বিষয়ে পুরোপুরি নীরব রয়েছে।

কানয়ানি

 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেন, সিরিয়ার জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসের হামলার পরপরই ইহুদিবাদী ইসরাইল আজকের হামলা চালালো। এই দুই সন্ত্রাসী চক্রের মধ্যে যোগাযোগ ও সমন্বয় রয়েছে। এদের বৈশিষ্ট্যের মধ্যেও মিল রয়েছে। সিরিয়ার মানুষ যখন ভূমিকম্পের কারণে অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে তখনি এই দুই সন্ত্রাসী চক্রের হামলার ঘটনা ঘটেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইসরাইলি হামলার বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সিরিয়া হচ্ছে জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র। ঐ রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের নীরবতা গ্রহণযোগ্য নয়।#   

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।