ফিলিস্তিন থেকে রকেট ছোঁড়ার অভিযোগ
এবার গাজা উপত্যকায় বিমান হামলা চালালো ইসরাইলি বাহিনী
-
গাজায় ইসরাইলি বিমান হামলা
দখলদার ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে বর্বর গণহত্যা চালানোর একদিন পর অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। আজ (বৃহস্পতিবার) ইসরাইলি যুদ্ধবিমানগুলো গাজা শহরের উত্তরে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। বোমা হামলার পর সেখানে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।
ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে অভিযোগ করে, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো গাজা উপত্যকা থেকে ভোরের দিকে ইসরাইল-অধিকৃত সেদরত এবং আশকেলন শহরের দিকে ছয়টি রকেট ছুঁড়েছে। এর কয়েক ঘন্টা পর ইসরাইল গাজার উপত্যকার ওপর বিমান হামলা চালায়।

ইসরাইল আরো দাবি করেছে, তারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে পাঁচটি রকেট ভূপাতিত করে এবং একটি জনবসতিহীন এলাকায় পড়ে। গাজা থেকে ছোঁড়া রকেটের ফলে ইসরাইলের ভেতরে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা অন্তত আটটি রকেট ছোঁড়া দেখেছেন।
কোনো ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠন এখনো রকেট হামলার দায় স্বীকার করেনি। গাজা থেকে ইসরাইলে চালানো রকেট হামলাকে ইসরাইলি আগ্রাসনের জবাব হিসেবে দেখা হচ্ছে। গতকাল নাবলুস শহরে ইসরাইলি বাহিনীর আগ্রাসনে কমপক্ষে ১১ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।