ইয়েমেন থেকে সেনা প্রত্যাহার করতে আমিরাতের প্রতি আনসারুল্লাহর আহ্বান
https://parstoday.ir/bn/news/west_asia-i121712-ইয়েমেন_থেকে_সেনা_প্রত্যাহার_করতে_আমিরাতের_প্রতি_আনসারুল্লাহর_আহ্বান
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতা মোহাম্মদ আল-বুখাইতি তার দেশ থেকে সেনা প্রত্যাহার করে নেয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন। ইয়েমেনে সৌদি আরব যুদ্ধ অবসানের ঘোষণা দেয়ার পর এই আহ্বান জানালেন বুখাইতি।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ০৯, ২০২৩ ১০:০৯ Asia/Dhaka
  • ইয়েমেন থেকে সেনা প্রত্যাহার করতে আমিরাতের প্রতি আনসারুল্লাহর আহ্বান

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতা মোহাম্মদ আল-বুখাইতি তার দেশ থেকে সেনা প্রত্যাহার করে নেয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন। ইয়েমেনে সৌদি আরব যুদ্ধ অবসানের ঘোষণা দেয়ার পর এই আহ্বান জানালেন বুখাইতি।

গতকাল (শুক্রবার) শেষ বেলায় সেনা প্রত্যাহারের আহ্বান জানান আনসারুল্লাহ আন্দোলনের পলিটব্যুরোর সদস্য এবং লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল এই খবর পরিবেশন করেছে।

আল বুখাইতি বলেন, "ইয়েমেনের মাটির এক ইঞ্চিতেও আমরা আমিরাতি সেনাদের উপস্থিতি মেনে নিতে পারি না। সৌদি আগ্রাসনে যোগ দিয়ে সংযুক্ত আরব আমিরাত একটি বড় ভুল করেছে। ফলে এখন তাদের শিক্ষা নেয়া উচিত এবং যত দ্রুত সম্ভব সেনা প্রত্যাহার করে নিতে হবে।"

বুখাইতি বলেন, ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে যে সমঝোতা হয়েছে তার আওতায় চলমান সংকট নিরসনের জন্য কিছু পদক্ষেপ নেয়া হবে এবং তা দুই ধাপে ঘোষণা করা হবে। প্রথম ধাপের ঘোষণা আসবে ঈদুল ফিতরের আগে এবং অন্যটা আরেকটি সুবিধাজনক সময়ে ঘোষণা করা হবে।

আগামী সপ্তাহে ওমান এবং সৌদি আরবের একটি যৌথ প্রতিনিধিদল ইয়েমেনের রাজধানীর সানা সফর করবে বলে পরিকল্পনা রয়েছে। ঠিক এমন সময় আল বুখাইতির এই বক্তব্য প্রকাশ্যে এলো।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।