সুদানে প্রচণ্ড সংঘর্ষ চলছে, বেড়ে চলেছে মৃতের সংখ্যা
(last modified Mon, 17 Apr 2023 07:22:11 GMT )
এপ্রিল ১৭, ২০২৩ ১৩:২২ Asia/Dhaka
  •  সুদানে প্রচণ্ড সংঘর্ষ চলছে, বেড়ে চলেছে মৃতের সংখ্যা

সুদানের সশস্ত্র বাহিনী ও আধা-সামরিক বাহিনী আরএসএফ’র মধ্যে ভয়াবহ সংঘর্ষ অব্যাহত রয়েছে। ফলে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। সংঘাতে এ পর্যন্ত অন্তত ৮৩ জন নিহত ও ১,১২৬ জন আহত হয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও জানিয়েছে, গত কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘাতের কারণে হাসপাতালগুলোর জরুরি চিকিৎসা সামগ্রী ফুরিয়ে আসছে। এতে দেশটিতে চিকিৎসা সংকট দেখা দেয়ার উপক্রম হয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে বলেছে, চলমান এই সংঘাত শুরুর আগে সংস্থার পক্ষ থেকে যেসব চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছিল তা দ্রুত ফুরিয়ে আসছে। পাশাপাশি রাজধানী খার্তুমের নয়টি হাসপাতালে যেসব আহত বেসামরিক ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে তাদের জন্য প্রয়োজনীয় রক্ত এবং জীবন রক্ষাকারী অন্যান্য সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো জানিয়েছে, দুই পক্ষের সংঘাতে পানি ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে, জ্বালানির স্বল্পতা দেখা দিয়েছে এবং বিশেষজ্ঞ ডাক্তারের অভাব পড়েছে।#    

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ