ফিলিস্তিনি সংগ্রামীদের প্রতি সহযোগিতা দিয়ে যাবে ইরান: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i122342-ফিলিস্তিনি_সংগ্রামীদের_প্রতি_সহযোগিতা_দিয়ে_যাবে_ইরান_পররাষ্ট্রমন্ত্রী
ফিলিস্তিনি নাগরিকদের মুক্তি সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান। ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মুখে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের প্রতি সহযোগিতা অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে তেহরান।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ২৪, ২০২৩ ০৯:১৩ Asia/Dhaka
  • ফিলিস্তিনি সংগ্রামীদের প্রতি সহযোগিতা দিয়ে যাবে ইরান: পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনি নাগরিকদের মুক্তি সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান। ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মুখে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের প্রতি সহযোগিতা অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে তেহরান।

আজ (সোমবার) সকালে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের এ অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

এ সময় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তেহরানে নিযুক্ত মুসলিম রাষ্ট্রদূতদের সমাবেশে ইরানের সর্বোচ্চ নেতার একটি বক্তব্য উদ্ধৃত করেন পররাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি আধ্যাত্মিক ও রাজনৈতিক সমর্থন দিয়ে যাবে তেহরান।

গত শনিবার মুসলিম রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছিলেন, ইসরাইল যখন দ্রুতগতিতে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তখন মুসলিম বিশ্বের উচিত সংগ্রামী ফিলিস্তিনিদের পাশে  দাঁড়ানো।  

আজকের টেলিফোনালাপে হামাস নেতা হানিয়া এই নিশ্চয়তা দেন যে, ফিলিস্তিনি জনগণ দখলদার ইসরাইলের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবে। ইরান ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে হানিয়া বলেন, এর ফলে তেহরান ও রিয়াদের পাশাপাশি গোটা মধ্যপ্রাচ্য অঞ্চল উপকৃত হবে। হামাস নেতা বলেন, ইরান-সৌদি সম্পর্ক পুনঃস্থাপিত হওয়ায় সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছে ইসরাইল।#

পার্সটুডে/এমএমআই/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।