সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সিনিয়র চীনা কূটনীতিকের সাক্ষাৎ
(last modified Sun, 30 Apr 2023 02:32:26 GMT )
এপ্রিল ৩০, ২০২৩ ০৮:৩২ Asia/Dhaka
  • ঝাই জুন ও বাশার আসাদে
    ঝাই জুন ও বাশার আসাদে

চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি ঝাই জুন দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সিরিয়ায় দীর্ঘদিন ধরে চলা সংঘাতের রাজনৈতিক সমাধান-সূত্র বের করার লক্ষ্যে চীনের এই শীর্ষস্থীয় কূটনীতিক দামেস্ক সফরে গেছেন।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, ঝাও জুন শনিবার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাতের আগে পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে কথা বলেন। তবে এসব সাক্ষাতে কী কথা হয়েছে তা তাৎক্ষণিকভাবে সানা জানায়নি।

দামেস্কের সঙ্গে আঙ্কারার সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে মস্কোয় রাশিয়া, সিরিয়া, তুরস্ক ও ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা প্রধানদের বৈঠক হওয়ার প্রায় এক সপ্তাহ পর চীনা কূটনীতিক সিরিয়া সফরে গেলেন। চতুর্পক্ষীয় ওই বৈঠকে সিরিয়ায় টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা বিশেষ গুরুত্ব পায়।বৈঠকে অংশগ্রহণকারীরা সিরিয়ার  ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং দেশটির শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনে সহযোগিতা করার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।#

পার্সটুডে/এমএমআই/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ