ইসরাইলি সেনাদের মধ্যে আত্মহত্যার ঘটনা বাড়ছে
https://parstoday.ir/bn/news/west_asia-i122614-ইসরাইলি_সেনাদের_মধ্যে_আত্মহত্যার_ঘটনা_বাড়ছে
ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী মধ্যে আত্মহত্যার ঘটনা দিন দিন বেড়ে চলেছে। সেনা সদস্যদের এই আত্মহত্যার ঘটনাকে ইসরাইলের চিফ অব জেনারেল স্টাফ মারাত্মক উদ্বেগজনক বলে সতর্ক করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ৩০, ২০২৩ ১৮:১৪ Asia/Dhaka
  • ইসরাইলি সেনা
    ইসরাইলি সেনা

ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী মধ্যে আত্মহত্যার ঘটনা দিন দিন বেড়ে চলেছে। সেনা সদস্যদের এই আত্মহত্যার ঘটনাকে ইসরাইলের চিফ অব জেনারেল স্টাফ মারাত্মক উদ্বেগজনক বলে সতর্ক করেছেন।

ইসরাইলের সরকারি টেলিভিশন চ্যানেল কান এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যাতে জেনারেল হারজি হালেভি পরিস্থিতিকে ইসরাইলের সশস্ত্র বাহিনীর জন্য বিপজ্জনক এবং ভয়ংকর চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন।

তিনি ইসরাইলি সামরিক কর্তৃপক্ষকে এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
ইসরাইলি গণমাধ্যমের খবর অনুযায়ী, চলতি মাসে ইসরাইলের তিন জন সেনা আত্মহত্যা করেছে যার মধ্যে গত সপ্তাহে মারা গেছে দুইজন।
ইসরাইলের জাতীয় সংসদ নেসেটের তথ্য ও গবেষণা কেন্দ্রের সরবরাহ করা পরিসংখ্যান অনুযায়ী- প্রতিবছর ইসরাইলে অন্তত ৫শ আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়। এর মধ্যে অন্তত ১০০ ব্যক্তি থাকে যাদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।
ইসরাইলি বাহিনীর তথ্য অনুসারে, গত বছর ইউনিফর্ম পরা অবস্থায় ৪৪ জন সেনা মারা গেছে। তার আগের বছর এই সংখ্যা ছিল ৩১#
পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।