আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তন সম্পর্কে যা বলল ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i122932
আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। একই সাথে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিদেশি হস্তক্ষেপ কমাতে যে মধ্যপ্রাচ্য দৃঢ়প্রতিজ্ঞ, আরব লীগের সিরিয়ার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সে কথা আবারও পরিষ্কার হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ০৮, ২০২৩ ১৩:৩৬ Asia/Dhaka
  • কানয়ানি
    কানয়ানি

আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। একই সাথে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিদেশি হস্তক্ষেপ কমাতে যে মধ্যপ্রাচ্য দৃঢ়প্রতিজ্ঞ, আরব লীগের সিরিয়ার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সে কথা আবারও পরিষ্কার হয়েছে।

আজ (সোমবার) সকালে এক বিবৃতিতে এসব কথা বলেছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেন, মুসলিম-প্রধান দেশগুলোর মধ্যকার দ্বন্দ্বের মীমাংসা এবং অভিন্নতা ও সমন্বয়, মধ্যপ্রাচ্যে বিদেশি হস্তক্ষেপ কমানো এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক ফলাফল এনে দেবে। আরব দেশগুলোর মধ্যকার এ দৃষ্টিভঙ্গিকে ইরান স্বাগত জানায়।
গতকাল ২২ সদস্যের আরব লীগ মিশরের রাজধানীর কায়রোয় সংস্থার সদর দপ্তরে বৈঠকে বসে এবং ১২ বছর পর সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেয়। বৈঠকে ১৩টি দেশ উপস্থিত ছিল এবং তারা সর্বসম্মতভাবে সিরিয়াকে সদস্য পদ ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করে।

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহিংসতা শুরুর পর কথিত গণতান্ত্রিক আন্দোলন দমনের অজুহাত তুলে সিরিয়াকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়। তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যে পরিবর্তনের হাওয়া লেগেছে তার অংশ হিসেবে আরব দেশগুলো আবার সিরিয়াকে এ সংস্থায় ফেরত নিল।#
পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।