আরব লীগ এবং ওআইসির কঠোর বিরোধিতা, নিন্দা
https://parstoday.ir/bn/news/event-i146730-আরব_লীগ_এবং_ওআইসির_কঠোর_বিরোধিতা_নিন্দা
আরব লীগ এবং ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দখল সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২৫ ১০:০০ Asia/Dhaka
  • আরব লীগ এবং ওআইসির কঠোর বিরোধিতা, নিন্দা

আরব লীগ এবং ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দখল সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

গতকাল (বুধবার) প্রকাশিত এক বিবৃতিতে আরব লীগ বলেছে, এই ধরনের পদক্ষেপ "অস্থিতিশীলতার একটি রেসিপি" এবং এটি হবে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ২২ সদস্যের আঞ্চলিক এই জোট বলেছেট্রাম্পের প্রস্তাব "ফিলিস্তিনিদের উচ্ছেদের ইসরাইলি পরিকল্পনাকে উৎসাহিত করে যা আরব এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যাখ্যান করা হয়েছে।"

এদিকে, বিশ্বব্যাপী দেড়শ কোটিরও বেশি মুসলিমের প্রতিনিধিত্বকারী সংস্থা ওআইসি আলাদা বিবৃতিতে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ভৌগোলিক, জনসংখ্যাগত বা আইনি বাস্তবতা পরিবর্তনের লক্ষ্যে যেকোন পরিকল্পনা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে।

সংস্থাটি বলেছে, তারা বিশ্বাস করে যে, গাজা উপত্যকা ফিলিস্তিন রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ।

গাজা দখল সম্পর্কে ট্রাম্প বলেছেন, আমেরিকার উচিত গাজা উপত্যকা "দখল" করা এবং এর জনগণকে অন্য দেশে বহিষ্কার করা। মঙ্গলবার সফররত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

গাজা উপত্যকার জন্য ট্রাম্পের পরিকল্পনা এরইমধ্যে আন্তর্জাতিক নিন্দার মুখে পড়েছে। এটি ফিলিস্তিনি, পশ্চিম এশিয়ার নেতারা এবং বিশ্বের বিভিন্ন দেশের সরকার জোরালো ভাষায় প্রত্যাখ্যান করেছে।  

ট্রাম্পের মন্তব্যের জবাবে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক বলেছেন, আন্তর্জাতিক আইন খুব স্পষ্ট যে অধিকৃত অঞ্চল থেকে লোকজনকে জোরপূর্বক স্থানান্তর বা নির্বাসন কঠোরভাবে নিষিদ্ধ।"#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।