সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা
জেদ্দায় সৌদি আরবের তেলমন্ত্রীর সঙ্গে তার ইরানি সমকক্ষের সাক্ষাৎ
ইরানের অর্থমন্ত্রী এহসান খানদুজি সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় স্বাগতিক দেশের অর্থমন্ত্রী মোহাম্মাদ আলজাদানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।জেদ্দায় ইসলামি উন্নয়ন ব্যাংক বা আইএসডিবি’র অর্থমন্ত্রীদের বার্ষিক বৈঠকে অবকাশে দুই দেশের অর্থমন্ত্রীরা বৈঠকে মিলিত হন।
সৌদি আরবের ইংরেজি দৈনিক সৌদি গেজেটা এ খবর জানিয়ে লিখেছে, “বহু বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠকে বসে দুই মন্ত্রী সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও শক্তিশালী করার উপায় খুঁজে বের করতে আলোচনা ও মতবিনিময় করেন।”
মুসলিম বিশ্বের দুই প্রভাবশালী দেশ ইরান ও সৌদি আরব সম্প্রতি চীনের মধ্যস্থতায় নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে সম্মত হওয়ার পর পরস্পরের দেশে সফর বিনিময় বেড়ে গেছে।
২০১৬ সালের জানুয়ারি মাসে ইরানের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। কয়েক বছর পরিস্থিতি অপরিবর্তিত থাকার পর বিগত বছরগুলোতে ইরাকের রাজধানী বাগদাদে ইরান ও সৌদি কূটনীতিকরা অন্তত পাঁচবার দ্বিপক্ষীয় সম্পর্ক আবার চালু করার লক্ষ্যে আলোচনায় মিলিত হন। কিন্তু সেসব আলোচনা কাঙ্ক্ষিত ফল দিতে পারেনি।
এরইমধ্যে গত ১০ মার্চ ইরান ও সৌদি আরব পরস্পরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চালু করার সিদ্ধান্ত ঘোষণা করে। চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে এ সংক্রান্ত চুক্তি সই করেন ইরান ও সৌদি আরবের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তারা। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে শনিবার ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।#
পার্সটুডে/এমএমআই/এনএম/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।