নিরাপত্তা বাহিনীর হাতে সিল মারা জাল ব্যালটসহ ৪১ জন গ্রেফতার
https://parstoday.ir/bn/news/west_asia-i123124-নিরাপত্তা_বাহিনীর_হাতে_সিল_মারা_জাল_ব্যালটসহ_৪১_জন_গ্রেফতার
তুরস্কে নিরাপত্তা বাহিনীর হাতে জাল ব্যালটসহ ৪১ জন হাতেনাতে গ্রেফতার হয়েছে। তুরস্কের একটি নিউজ সাইট আরও দাবি করেছে দেশটির কৌনিয়া শহরে ওই ঘটনা ঘটেছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ১৩, ২০২৩ ১২:৪৯ Asia/Dhaka
  • তুরস্কে নির্বাচন
    তুরস্কে নির্বাচন

তুরস্কে নিরাপত্তা বাহিনীর হাতে জাল ব্যালটসহ ৪১ জন হাতেনাতে গ্রেফতার হয়েছে। তুরস্কের একটি নিউজ সাইট আরও দাবি করেছে দেশটির কৌনিয়া শহরে ওই ঘটনা ঘটেছে।

তুরস্কে সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামিকাল (১৪ মে)। নির্বাচনের ২ দিন আগে ওই ব্যালট জালিয়াতি নিরাপত্তা বাহিনী ধরে ফেলে। রজব তাইয়্যেব এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী কেলিচ দারুলুর পক্ষে সিল মারা জাল ব্যালটসহ ৪১ জনকে আটক করেছে পুলিশ।

আগামিকাল তুরস্কে ১৩তম প্রেসিডেন্ট ও ২৮তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট নির্বাচনে এবার প্রার্থী ৩ জন। পিপলস অ্যালায়েন্সের প্রার্থী রজব তাইয়্যেব এরদোগান, ন্যাশনাল অ্যালায়েন্সের প্রার্থী কেমাল কেলিচদারুলু এবং ইনডিপেন্ডেন্ট পার্টির প্রার্থী সিনান উগান। মুহাররাম ইঞ্জে এরিমধ্যে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন।‌

তুরস্কের নিউজ সাইট স্টারের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কেলিচদারুলুর রিপাবলিকান পিপলস পার্টির কৌনিয়া আঞ্চলিক প্রধান প্রচুর পরিমাণ সিল মারা জাল ব্যালটসহ গ্রেফতার হয়েছে। কেলিচদারুলুর পক্ষে সিল মারা ওই জাল ব্যালটসহ আরও ৪১ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

তুরস্কের এই নিউজ সাইটটি দাবি করেছে আটককৃতরা স্বীকার করেছে তারা আগামিকাল ওই ব্যালটগুলো নির্বাচনের ভোটবাক্সে ফেলার জন্য প্রস্তুত করেছে। নির্বাচনী আইন ভঙ্গ করার দায়ে নিরাপত্তা বাহিনী তাদেরকে গ্রেফতার করে।#

পার্সটুডে/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।