জেদ্দা সম্মেলনে সিরিয়ার উপস্থিতিতে আরব বিশ্বে নতুন অধ্যায়ে সূচিত
(last modified Wed, 17 May 2023 03:02:59 GMT )
মে ১৭, ২০২৩ ০৯:০২ Asia/Dhaka
  • জেদ্দা সম্মেলনে সিরিয়ার উপস্থিতিতে আরব বিশ্বে নতুন অধ্যায়ে সূচিত

আরব লীগের বৈঠকে সিরিয়ার ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন সংস্থার সহকারি মহাসচিব হোসাম জাকি। তিনি বলেন, সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় আরব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তাতে সিরিয়ার উপস্থিতি আরব বিশ্বের জন্য নতুন অধ্যায়ের সূচনা করেছে।

গতকাল (মঙ্গলবার) বৈঠকের দ্বিতীয় দিনে হোসাম জাকি এক বিবৃতিতে এ মন্তব্য করেন। তার এই বিবৃতিকে তিনি আরব লীগের মহাসচিবের পক্ষ থেকে দেয়া বক্তব্য বলে উল্লেখ করেন।

জেদ্দা সম্মেলনে আরব লীগের ২২ সদস্যের সব দেশ অংশ নিচ্ছে। হোসাম জাকি বলেন, “সম্মেলনে সিরিয়ার যোগ দেয়ার মধ্য দিয়ে আরব বিশ্বের জন্য যেমন নতুন অধ্যায়ের সূচনা হলো, তেমনি সবাই লাভবান হবে। আমরা আশা করি আরব লীগের এই বৈঠকে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে তা আরব নাগরিকদের স্বার্থ ও সেখানকার বাস্তবতা তুলে ধরবে।”#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৭

ট্যাগ