জেদ্দায় আরব লীগের বৈঠকে যোগ দেবেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i123322-জেদ্দায়_আরব_লীগের_বৈঠকে_যোগ_দেবেন_সিরিয়ার_প্রেসিডেন্ট_বাশার_আল_আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আগামীকাল (শুক্রবার) সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় অনুষ্ঠেয় আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ প্রেসিডেন্ট বাশার আসাদের আরব লীগের সম্মেলন যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৮, ২০২৩ ০৮:৫৪ Asia/Dhaka
  • সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আগামীকাল (শুক্রবার) সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় অনুষ্ঠেয় আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ প্রেসিডেন্ট বাশার আসাদের আরব লীগের সম্মেলন যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, জেদ্দায় আরব লীগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং তাতে যোগ দেয়া থেকে প্রেসিডেন্ট বাশার আসাদ বিরত থাকতে পারেন না। সম্মেলনে বাশার আসাদের অংশ নেয়ার বিষয়ে প্রস্তুতিমূলক কর্মকাণ্ড দেখভালের জন্য ফয়সাল মিকদাদ বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি সেখানে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগদান করেন। শীর্ষ সম্মেলনের আগে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়।

আরব লীগের শীর্ষ সম্মেলনে সিরিয়ার যোগদানের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সংস্থার মহাসচিব আহমেদ আবুল গেইত, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এবং আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফ। 

১২ বছর পর সিরিয়া এবারের আরব লীগের সম্মেলনে যোগ দিচ্ছে। ২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তাণ্ডব শুরুর পর তা দমনে বাশার আল-আসাদের সরকার ব্যবস্থা নিলে তাকে গণতান্ত্রিক আন্দোলন দমনের অজুহাত তুলে আরব লীগে সিরিয়ার সদস্য পদ স্থগিত করা হয়। ১২ বছর পর এবার মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও কূটনৈতিক ব্যবস্থায় বড় রকমের পরিবর্তনের ফলে সিরিয়াকে আরব লীগের সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে। এরপর সৌদি আরবের পক্ষ থেকে জেদ্দায় অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য প্রেসিডেন্ট বাশার আসাদকে আমন্ত্রণ জানানো হয়। ২২ সদস্যের আরব লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হচ্ছে সিরিয়া।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।