‘ইরান-সৌদি সম্পর্ক ফিলিস্তিনিদের অধিকার আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে’
https://parstoday.ir/bn/news/west_asia-i123538-ইরান_সৌদি_সম্পর্ক_ফিলিস্তিনিদের_অধিকার_আদায়ে_ইতিবাচক_ভূমিকা_রাখবে’
সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে স্বাগত জানিয়েছে গাজা-ভিত্তিক ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন- ইসলামি জিহাদ। এটি বলেছে, এর ফলে মধ্যপ্রাচ্য অঞ্চলে স্বাভাবিক অবস্থা ফিরবে এবং ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের সংগ্রাম ত্বরান্বিত হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৪, ২০২৩ ০৮:৫৩ Asia/Dhaka
  • ‘ইরান-সৌদি সম্পর্ক ফিলিস্তিনিদের অধিকার আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে’

সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে স্বাগত জানিয়েছে গাজা-ভিত্তিক ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন- ইসলামি জিহাদ। এটি বলেছে, এর ফলে মধ্যপ্রাচ্য অঞ্চলে স্বাভাবিক অবস্থা ফিরবে এবং ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের সংগ্রাম ত্বরান্বিত হবে।

ইসলামি জিহাদের মহাসচিব জিয়াদ আন-নাখালা আরবি ভাষার নিউজ ওয়েবসাইট হাইয়াওয়াশিংটনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।তিনি বলেন, তেহরান-রিয়াদ সম্পর্ক আঞ্চলিক ইস্যুগুলোর ওপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং এ অঞ্চলের উত্তেজনা প্রশমন করবে।

২০১৬ সালের জানুয়ারি মাসে সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করাকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় সম্পর্কে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। সে সময় তেহরানস্থ সৌদি দূতাবাসে হামলার জের ধরে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ।

ওই ঘটনার সাত বছর পর গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে সম্মত হয় ইরান ও সৌদি আরব।

সাক্ষাৎকারে ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কিছু আরব দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের তীব্র নিন্দা জানান। তিনি দখলদার সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রামের প্রতি সমর্থন জানাতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/ জিএআর/ ২৪