ইসরাইলের সমরাস্ত্র কারখানায় আবারও বিস্ফোরণ
https://parstoday.ir/bn/news/west_asia-i124124-ইসরাইলের_সমরাস্ত্র_কারখানায়_আবারও_বিস্ফোরণ
ইহুদিবাদী ইসরাইলের সমরাস্ত্র উৎপাদন শিল্পের একটি কারখানায় বিস্ফোরণ ঘটেছে। অবৈধ ইসরাইলের রাজধানী তেল আবিবের অদূরবর্তী  'রামাত হাশারুন' শহরে এই কারখানাটি অবস্থিত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৭, ২০২৩ ১৮:৩৭ Asia/Dhaka
  • ইসরাইলের সমরাস্ত্র কারখানায় আবারও বিস্ফোরণ

ইহুদিবাদী ইসরাইলের সমরাস্ত্র উৎপাদন শিল্পের একটি কারখানায় বিস্ফোরণ ঘটেছে। অবৈধ ইসরাইলের রাজধানী তেল আবিবের অদূরবর্তী  'রামাত হাশারুন' শহরে এই কারখানাটি অবস্থিত।

ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ের আওতাধীন এই কারখানায় বিস্ফোরণের বিষয়ে ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্ট লিখেছে, সমরাস্ত্র তৈরির সর্ববৃহৎ এই কারখানায় বড় ধরণের বিস্ফোরণ ঘটেছে। এই কারখানায় ইসরাইলের ৮৫ শতাংশ ড্রোন তৈরি হয়। গ্যাসের সিলিন্ডার থেকে বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। বিস্ফোরণ ও অগ্নিকান্ডে বেশ কয়েকজন আহত হয়েছে। এর বেশি কিছু জানায়নি তারা।

এর আগে গত মে মাসেও ইসরাইলের এই অস্ত্র নির্মাণ কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সাধারণত এসব প্রতিষ্ঠানে বিস্ফোরণে ক্ষয়ক্ষতির সঠিক বিবরণ প্রকাশ করে না ইসরাইল।

ইসরাইল হচ্ছে অবৈধভাবে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র। তাদের অত্যাচারে ফিলিস্তিনিদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।