কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে চীন ও ফিলিস্তিনি প্রেসিডেন্টের অঙ্গীকার
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেছেন। গতকাল (বুধবার) দুই প্রেসিডেন্ট চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠক করেন।
বৈঠকে চীনা প্রেসিডেন্ট বলেন, এই অংশীদারিত্ব দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করবে, নতুন একটি ধাপ তৈরি করবে। ফিলিস্তিনের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা এবং বন্ধুত্ব বাড়ানোর জন্য চীন কাজ করবে বলেও তিনি ঘোষণা করেন। এ সময় শি জিনপিং জোর দিয়ে বলেন, ফিলিস্তিন এবং চীন ভালো বন্ধু ও পার্টনার যারা পরস্পরকে বিশ্বাস এবং সমর্থন করে। ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের প্রশ্নে চীন সবসময় জোরালোভাবে ফিলিস্তিনকে সমর্থন করেছে বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট শি জিনপিং।
তিনি বলেন, সারা বিশ্বে নজিরবিহীন পরিবর্তন এবং মধ্যপ্রাচ্যের নতুন ঘটনাবলীতে ফিলিস্তিনিদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে প্রস্তুত রয়েছে চীন। পাশাপাশি ফিলিস্তিন প্রশ্নে ন্যায্য ও টেকসই সমাধানের জন্য কাজ করবে বেইজিং। চীনা প্রেসিডেন্ট বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মধ্যেই মৌলিক সমাধান নিহিত।প্রেসিডেন্ট আব্বাস তিন দিনের সফরে গত সোমবার চীনের রাজধানী বেইজিং পৌঁছান। এ সফরে তিনি প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। চীন সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য ইস্যুতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে চলেছে এবং গত মার্চ মাসে সৌদি আরব ও ইরানের মধ্যে দীর্ঘ দ্বন্দ্বের অবসান ঘটিয়ে সম্পর্ক পুনর্বহাল করার জন্য একটি চুক্তি সই করতে সহায়তা করে।#
পার্সটুডে/এসআইবি/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।