'ইহুদিবাদী ইসরাইলের অনুসৃত নীতির কারণে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে'
(last modified Thu, 15 Jun 2023 13:53:44 GMT )
জুন ১৫, ২০২৩ ১৯:৫৩ Asia/Dhaka
  • সালেহ আল আরোরি
    সালেহ আল আরোরি

হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালেহ আল-আরুরি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার অধিকৃত ভূখণ্ডে যে নীতি অনুসরণ করছে তাতে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে আগুন জ্বলে উঠবে।

গাজাভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-আকসাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সালেহ আল-আরুরি বলেন, ইহুদিবাদী ইসরাইল অধিকৃত ভূখণ্ডে যে অবৈধ ইহুদি বসতি নির্মাণ করছে এবং ফিলিস্তিনিদেরকে তাদের মাতৃভূমি থেকে বহিষ্কারের নীতি অনুসরণ করছে তাতে আঞ্চলিক সংঘাত শুরু হতে পারে।

তিনি বলেন, "আমরা আজকে দেখছি ইহুদিবাদী ইসরাইল পবিত্র আল-কুদস জেরুজালেম ও পশ্চিম তীরকে বিশেষভাবে টার্গেট করেছে এবং তারা সেখানে ইহুদি বসতি স্থাপনের কাজ জোরদার করেছে। এই চরমপন্থী সরকারের অনুসৃত নীতি পুরো মধ্যপ্রাচ অঞ্চলকে অগ্নিকুণ্ডে পরিণত করবে।

গত সোমবার মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সোয়িস এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিম তীরে আরো চার হাজার ইউনিট ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনার কথা নেতানিয়াহুর সরকার আমেরিকাকে জানিয়েছে।
এর আগে মার্কিন চাপের মুখে ইসরাইল ই-ওয়ান বসতি নির্মাণ পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়।#
পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন