জুন ২২, ২০২৩ ১৭:০৩ Asia/Dhaka
  • ইসরাইলের ড্রোন হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করল প্রতিরোধ সংগঠনগুলো

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে ইসরাইলের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রতিরোধ সংগঠনগুলো। তারা বলেছে, ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের মোকাবেলায় ফিলিস্তিনিরা নীরব থাকবে না, প্রতিরোধ অব্যাহত থাকবে।

প্রতিরোধ সংগঠন হামাসের প্রভাবশালী নেতা ইসমাঈল রেজোয়ান বলেছেন, জেনিনে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ড্রোন হামলা বিপজ্জনক ঘটনা। দখলদারদের বিরুদ্ধে সংগ্রাম জোরদারের আহ্বান জানাচ্ছি আমরা।

ইসলামি জিহাদ আন্দোলনের নেতা আব্দুল জাওয়াদ আল আত্তার বলেছেন, ফিলিস্তিনি জাতি প্রতিরোধের পথ বেছে নিয়েছে। এটা অব্যাহত থাকবে। হত্যা-নির্যাতনের মাধ্যমে তা থামানো যাবে না। 

ফিলিস্তিনের মুজাহিদিন আন্দোলন এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদীরা যে কাপুরুষ তা এই হামলা থেকে আবারও প্রমাণিত হয়েছে। প্রতিশোধ নিতেই হবে। 

ফিলিস্তিনের অন্যান্য সংগ্রামী সংগঠনও ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।

গতকাল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরের কাছে তুরমুস আয়া গ্রামে ইহুদিবাদী ইসরাইলের ড্রোন হামলায় অন্তত তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ফিলিস্তিনিদের প্রতিশোধমূলক হামলায় চার ইহুদিবাদী অবৈধ দখলদার নিহত হওয়ার পর নির্বিচারে ড্রোন হামলা চালায় ইসরাইলি সেনারা।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ