ইসরাইলের ড্রোন ধ্বংস করল হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i124850-ইসরাইলের_ড্রোন_ধ্বংস_করল_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সেদেশের আকাশে দখলদার ইসরাইলের একটি ড্রোন ধ্বংস করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৬, ২০২৩ ১৮:৪২ Asia/Dhaka
  • ইসরাইলের ড্রোন ধ্বংস করল হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সেদেশের আকাশে দখলদার ইসরাইলের একটি ড্রোন ধ্বংস করেছে।

ভূপাতিত ড্রোনটি বর্ণবাদী ইসরাইলের সেনাবাহিনীর বলে হিজবুল্লাহ জানিয়েছে। এটি আল-আজিয়া মরুভূমির ওপর দিয়ে উড়ার সময় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়।

ফিলিস্তিনের তথ্য কেন্দ্র জানিয়েছে, লেবাননের আকাশসীমা লঙ্ঘন করার পরই এটি ভূপাতিত করে হিজবুল্লাহ। তবে এখন পর্যন্ত ড্রোনটির মডেল সম্পর্কে তথ্য পাওয়া যায়নি।

এদিকে, দখলদার ইসরাইলের সেনাবাহিনী তাদের ড্রোন ধ্বংস হওয়ার কথা স্বীকার করে বলেছে, ড্রোনটি নিয়মিত উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে। ড্রোনটি থেকে কোনো তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি নেই বলে দাবি করা হয়েছে।# 

পার্সটুডে/এসএ/‌২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।