পূর্ণ মাত্রায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল তুরস্ক ও মিসর
https://parstoday.ir/bn/news/west_asia-i125194-পূর্ণ_মাত্রায়_কূটনৈতিক_সম্পর্ক_স্থাপন_করল_তুরস্ক_ও_মিসর
১০ বছর পর পূর্ণ মাত্রায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল তুরস্ক ও মিসর। যৌথ ঘোষণায় দুই দেশ বলেছে, তারা স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৫, ২০২৩ ১৯:৫৮ Asia/Dhaka
  • পূর্ণ মাত্রায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল তুরস্ক ও মিসর

১০ বছর পর পূর্ণ মাত্রায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল তুরস্ক ও মিসর। যৌথ ঘোষণায় দুই দেশ বলেছে, তারা স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

যৌথ ঘোষণায় আরও বলা হয়েছে, দুই দেশের মানুষের স্বার্থে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দেশ রাষ্ট্রদূতের নামও ঘোষণা করেছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এর পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও আর্থিক সম্পর্ক দ্রুত বাড়বে।

২০১৩ সালে মিসরের সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ আস-সিসি সেদেশের নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করেন। সেই সময় মুরসির সরকারের বিরুদ্ধে মানুষ রাজপথে নেমেছিল।

তুরস্ক সে সময় মুরসি ও মুসলিম ব্রাদারহুড গ্রুপকে সমর্থন করেছিল। কিন্তু মিসর তখন সংগঠনটিকে জঙ্গি সংগঠন বলে চিহ্নিত করে।

এরপর মিসর তুরস্কের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। কূটনৈতিক সম্পর্ক চার্জ দ্য অ্যাফেয়ার্স পর্যায়ে নামিয়ে আনে।

এক বছর পর আল-সিসি মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং তার পর থেকে তিনি ওই পদে আছেন।

২০২১ সাল থেকে অবস্থার পরিবর্তন হতে থাকে। ২০২২ সালে কাতারে ফুটবল বিশ্বকাপের সময় আস সিসি ও এরদোগান হাত মেলান। নানা প্রক্রিয়া শেষে এবার আবারও পূর্ণ মাত্রায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল দুই দেশ। বর্তমানে প্রতিবেশী সিরিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক ছিন্ন রয়েছে।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।