রাশিয়ার অভিযোগ
মার্কিন জোটের জঙ্গিবিমান কয়েকবার সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে
রাশিয়া অভিযোগ করেছে, গতকাল রোববার মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক সামরিক জোটের জঙ্গিবিমানগুলো কয়েকবার সিরিয়ার কৌশলগত আল-তানফ এলাকার আকাশসীমা লঙ্ঘন করেছে। সিরিয়া থেকে যখন দখলদার মার্কিন সেনাদেরকে বহিষ্কারের জন্য দামেস্ক সরকার দফায় দফায় আহ্বান জানাচ্ছে তখন এই আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটলো।
সিরিয়ায় রাশিয়ান সেন্টার ফর রিকনসিলেশনের উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল ওলেগ গুরিনভ গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, আল-তানফ এমন একটি কৌশলগত জায়গায় অবস্থিত যেখানে বিমানের আন্তর্জাতিক বহু সংখ্যক রুট রয়েছে। সেই এলাকায় গতকাল দুটি এফ-১৬ জঙ্গিবিমান এবং একটি এমসি-১২ ডাব্লিউ গোয়েন্দা বিমান সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে।
গুরিনভ বলেন, গতকাল অন্তত ১২ বার মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমানগুলো আল-তানফ এলাকার আন্তর্জাতিক রুটের আকাশসীমা লঙ্ঘন করেছে। তিনি সতর্ক করে বলেন এ ধরনের ঘটনায় বেসামরিক বিমানের সঙ্গে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে চলেছে।
এর বাইরে গুরিনভ আরো বলেন, লাতাকিয়া এবং ইদলিবের যুদ্ধমুক্ত অঞ্চলে সিরিয়ার সরকারি সেনাদের ওপর মার্কিন জোট হামলা চালিয়েছে। এতে সিরিয়ার একজন সেনা আহত হয়েছেন।
গতকালই এর আগে পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ার আকাশে রাশিয়ার আগ্রাসন মোকাবেলার বিষয়টি আমেরিকা বিবেচনা করছে।#
পার্সটুডে/এসআইবি/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।