সিরিয়ায় অবৈধ উপস্থিতি দীর্ঘায়িত করতে কৃত্রিম সংকট সৃষ্টি করছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i126298-সিরিয়ায়_অবৈধ_উপস্থিতি_দীর্ঘায়িত_করতে_কৃত্রিম_সংকট_সৃষ্টি_করছে_আমেরিকা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান বলেছেন, সিরিয়ায় অবৈধ উপস্থিতি দীর্ঘায়িত করতে কৃত্রিম সংকট সৃষ্টি করছে আমেরিকা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০২, ২০২৩ ০৯:৩৫ Asia/Dhaka
  • সিরিয়ায় অবৈধ উপস্থিতি দীর্ঘায়িত করতে কৃত্রিম সংকট সৃষ্টি করছে আমেরিকা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান বলেছেন, সিরিয়ায় অবৈধ উপস্থিতি দীর্ঘায়িত করতে কৃত্রিম সংকট সৃষ্টি করছে আমেরিকা।

ইরান সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদের সঙ্গে গতকাল (মঙ্গলবার) রাজধানী তেহরানে এক বৈঠকের সময় এ মন্তব্য করেন আলী আকবর আহমাদিয়ান। বৈঠকে দুপক্ষ সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করে।

সিরিয়ার রাজধানীর দামেস্কের দক্ষিণ উপকণ্ঠে সাইয়েদা জয়নাব সালামুল্লাহ আলাইহার মাজারের কাছে গত বৃহস্পতিবার যে বোমা হামলার ঘটনা ঘটেছে তার কথা উল্লেখ করে আহমাদিয়ান বলেন, বিদ্বেষমূলক এই হামলা মারাত্মক ধরনের সতর্কবার্তা দিচ্ছে যে, মার্কিন ও ইহুদিবাদী ইসরাইল সমর্থিত সন্ত্রাসী গ্রুপগুলো আবার সিরিয়ায় ফিরে আসার চেষ্টা করছে। ২০১১ সালে পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়া সিরিয়ার শত্রুরা আবার এই দেশটিতে রাজনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টির চেষ্টা করছে। এজন্য তারা জননিরাপত্তা বানচালে উঠেপড়ে লেগেছে।

ইরানের এ কর্মকর্তা আরো বলেন, সিরিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের ষড়যন্ত্র শুধুমাত্র সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিয়ে সন্ত্রাসবাদী যুদ্ধের মাঝেই সীমাবদ্ধ রাখেনি বরং তারা রাজনৈতিক এবং আন্তর্জাতিক সব ধরনের চাপ ব্যবহার করেছে এবং সিরিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে।

আহমাদিয়ান প্রশংসা করে বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল- আসাদ, দেশটির সরকার ও জনগণের দৃঢ়তা এবং প্রতিরোধ অক্ষের সহযোগিতার ফলে পশ্চিমা ও ইহুদিবাদী ষড়যন্ত্র সম্পূর্ণভাবে ব্যর্থ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, সিরিয়া এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের শান্তিপূর্ণ অবস্থা বিনষ্ট করা এবং সিরিয়ায় সামরিক উপস্থিতি দীর্ঘায়িত করার লক্ষ্য নিয়ে আমেরিকা এখন কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করছে।

বৈঠকে ইরানের এ কর্মকর্তা ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা জোরদারের আহ্বান জানান।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।