ইয়েমেন সংকটের একটি স্থায়ী সমাধান চায় জাতিসংঘ: গ্রুন্ডবার্গ
(last modified Thu, 17 Aug 2023 09:51:44 GMT )
আগস্ট ১৭, ২০২৩ ১৫:৫১ Asia/Dhaka
  • জাতিসংঘের দূত হান্স গ্রুন্ডবার্গ
    জাতিসংঘের দূত হান্স গ্রুন্ডবার্গ

ইয়েমেন সংকটের একটি স্থায়ী সমাধান চায় জাতিসংঘ। জাতিসংঘের দূত হান্স গ্রুন্ডবার্গ আরও জানান যুদ্ধের অবসান ঘটাতে সমাধানের উপায় বের করতে বিবদমান দুই পক্ষও প্রস্তুত।

ফার্স বার্তা সংস্থা হান্স গ্রুন্ডবার্গের উদ্ধৃতি দিয়ে আজ (বৃহস্পতিবার) আরো জানিয়েছে, জাতিসংঘের দূত বলেছেন: প্রস্তুতির এই ঘোষণা বস্তুনিষ্ঠ হওয়া উচিত এবং উভয় পক্ষের উচিত সংলাপে বসা।

তিনি বলেন: রাজনৈতিক প্রক্রিয়া শুরু হলে বিবদমান পক্ষগুলোর মাঝে পারস্পরিক মত বিনিময়ের পথ সুগম হবে। যার ফলে সম্পর্কের উন্নয়ন ঘটবে।

ইয়েমেনে জাতিসংঘের দূত আরও বলেন: তার কার্যালয় বিবাদমান পক্ষগুলোকে বৈঠকে বসার আমন্ত্রণ জানায়। সংঘাত সমাধানের জন্য ওই জরুরি বৈঠকে অগ্রাধিকার ভিত্তিতে কিছু বিষয়ে আলোচনা করা দরকার বলে তিনি মনে করেন।

গত ৮ এপ্রিল সৌদি ও ওমানি প্রতিনিধিদল সানা সফর করে। সফরকালে তারা ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের কর্মকর্তাদের সাথে সাক্ষাত করে। ওই সাক্ষাতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা করা হয়।#

 

ট্যাগ