ইরানের সঙ্গে ‘দীর্ঘমেয়াদি সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরের ইচ্ছা প্রকাশ সৌদি যুবরাজের
(last modified Sat, 19 Aug 2023 03:12:07 GMT )
আগস্ট ১৯, ২০২৩ ০৯:১২ Asia/Dhaka
  • ইরানের সঙ্গে ‘দীর্ঘমেয়াদি সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরের ইচ্ছা প্রকাশ সৌদি যুবরাজের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, সৌদি যুবরাজ ইরানের সঙ্গে একটি ‘দীর্ঘমেয়াদি সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরের ইচ্ছা প্রকাশ করেছেন এবং সেরকম একটি চুক্তির খসড়া তৈরির প্রাথমিক কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।

দু’দিনব্যাপী সৌদি আরব সফর শেষে শুক্রবার তেহরানে ফেরার পথে বিমানে সহগামী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান আমির-আব্দুল্লাহিয়ান।

তিনি বলেন, “[সৌদি যুবরাজ] মোহাম্মাদ বিন সালমান দু’দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদি সহযোগিতা চুক্তির গঠনকাঠামো তৈরির প্রাথমিক কাজ শুরু করতে [তার দেশের] পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানকে নির্দেশ দিয়েছেন।” তিনি বলেন, চুক্তির খসড়া তৈরি হয়ে গেলে ইরান ও সৌদি আরবের সর্বোচ্চ পর্যায়ের নেতারা তাতে স্বাক্ষর করবেন। 

গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে ইরানের কোনো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমির-আব্দুল্লাহিয়ান বৃহস্পতিবার রিয়াদ সফরে যান এবং এ সফরকে দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সৌদি যুবরাজের সঙ্গে তার ৯০ মিনিট ধরে কথা হয়েছে জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ সময়ের শতকরা ৭০ ভাগ সময় ধরে কথা হয়েছে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়েছে। এ থেকে প্রমাণিত হয়, নিজেদের মধ্যে সর্বাত্মক ও টেকসই সম্পর্ক প্রতিষ্ঠা করতে তেহরান ও রিয়াদ বদ্ধপরিকর।

রিয়াদ সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন, তার এ সফরে সৌদি কর্মকর্তারা একথা বোঝাতে চেয়েছেন যে, তারা অতীতের তুলনায় ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘নয়া দৃষ্টিভঙ্গি’ গ্রহণ করেছেন। তারা দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘নতুন অধ্যায়’ শুরু করতে চান।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ইরান ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠিত হলে মধ্যপ্রাচ্য অঞ্চল একটি বহুপাক্ষিক সহযোগিতার দিকে ধাবিত হবে যেখানে বহিঃশক্তির ওপর নির্ভরশীলতা ছাড়াই এ অঞ্চলের উন্নয়ন হবে।

আমির-আব্দুল্লাহিয়ান জানান, সাক্ষাতে তিনি সৌদি যুবরাজকে ইরান সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং মোহাম্মাদ বিন সালমান তা গ্রহণ করে বলেছেন, ভবিষ্যতে সুবিধাজনক কোনো সময়ে এ সফর অনুষ্ঠিত হবে।

প্রখ্যাত সৌদি শিয়া আলেম শেখ নিমর বাকির আল-নিমরের ফাঁসি কার্যকর করার প্রতিবাদে ২০১৬ সালের জানুয়ারি মাসে তেহরানে ব্যাপক সৌদি বিরোধী বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের একটি দল তেহরানস্থ সৌদি দূতাবাসে আগুন ধরিয়ে দিলে রিয়াদ তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল।এরপর দীর্ঘ বিরতির পর গত মার্চ মাসে চীনের মধ্যস্থতায় নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে সম্মত হয় ইরান ও সৌদি আরব।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ