হামাস নেতা সালেহ আল আরোরিকে হত্যার হুমকি দিল নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/west_asia-i127374-হামাস_নেতা_সালেহ_আল_আরোরিকে_হত্যার_হুমকি_দিল_নেতানিয়াহু
দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ (রোববার) ইসলামি প্রতিরোধ আন্দোলনের প্রভাবশালী নেতা সালেহ আল আরোরিকে হত্যার হুমকি দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৭, ২০২৩ ১৯:০৬ Asia/Dhaka
  • সালেহ আল আরোরি
    সালেহ আল আরোরি

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ (রোববার) ইসলামি প্রতিরোধ আন্দোলনের প্রভাবশালী নেতা সালেহ আল আরোরিকে হত্যার হুমকি দিয়েছেন।

সালেহ আল আরোরি হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান এবং তিনি পশ্চিম তীরে প্রতিরোধ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন।

ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, নেতানিয়াহু এই বাস্তবতা স্বীকার করেছেন যে, প্রতিরোধ ফ্রন্ট ভেতর ও বাহির থেকে ইসরাইলকে বেষ্টন করে ফেলেছে। তারা প্রতিরোধ ফ্রন্টকে মোকাবেলার চেষ্টা করছেন বলে জানান ইহুদিবাদী এই নেতা।

নেতানিয়াহু বলেন, পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতির জন্য সালেহ আল আরোরি দায়ী। তাকে হত্যা করা হবে।

দুই দিন আগে হামাস নেতা সালেহ আল আরোরি এক ভাষণে বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা এখন দখলদারদের বিরুদ্ধে একটা সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে।

বর্তমানে ইসরাইল রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও ইসরাইল ক্রমেই আরও একঘরে হয়ে পড়ছে। এ অবস্থায় গাজা ও পশ্চিম তীরে প্রতিরোধ সংগ্রামীদের মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে দখলদারেরা।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।