জেনিন শহরে বিশাল আকারের আগ্রাসন শুরু করেছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i127720-জেনিন_শহরে_বিশাল_আকারের_আগ্রাসন_শুরু_করেছে_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহর এবং সেখানকার শরণার্থী শিবিরে বড় রকমের গ্রেফতার অভিযান শুরু করেছে। ইহুদিবাদী বাহিনী ড্রোন এবং হেলিকপ্টার নিয়ে এই অভিযান চালাচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০২৩ ২১:০৬ Asia/Dhaka
  • সাবাহিফার্দ
    সাবাহিফার্দ

ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহর এবং সেখানকার শরণার্থী শিবিরে বড় রকমের গ্রেফতার অভিযান শুরু করেছে। ইহুদিবাদী বাহিনী ড্রোন এবং হেলিকপ্টার নিয়ে এই অভিযান চালাচ্ছে।

ইসরাইলি আগ্রাসনের মুখে স্থানীয় ফিলিস্তিনি এবং প্রতিরোধ যোদ্ধারা রুখে দাঁড়িয়েছে। তাদের সঙ্গে ইসরাইলি সেনাদের সংঘর্ষ চলছে।

স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে ওয়াফা নিউজ জানিয়েছে, দখলদার সেনারা ৪০টিরও বেশি গাড়ি নিয়ে আজ (সোমবার) সকালে এই অভিযান শুরু করে। ওয়াফা নিউজের খবরে বলা হয়েছে, ইসরাইলি সেনাদের গুলিতে চারজন আহত হয়েছেন। এছাড়া, ইহুদিবাদী সেনারা তিনজনকে আটক করেছে যার মধ্যে দুজন আহত।

দখলদার ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের সেনারা ফেরারি ফিলিস্তিনিদের আটক করার জন্য জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালাচ্ছে। এদিকে, অভিযানের মধ্যেই জেনিন ব্রিগেডের প্রতিরোধ যোদ্ধারা একটি ছবি পোস্ট করেছে যাতে দেখা যাচ্ছে তারা ইসরাইলের একটি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করেছে।

এই ড্রোনের সাহায্যে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হত্যা-প্রচেষ্টা চালানো হলেও তারা প্রাণে বেঁচে গেছেন।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন