তেহরান-রিয়াদ সম্পর্ক পুনঃস্থাপন আঞ্চলিক শান্তি জোরদার করবে: ইরাক
(last modified Wed, 06 Sep 2023 09:02:34 GMT )
সেপ্টেম্বর ০৬, ২০২৩ ১৫:০২ Asia/Dhaka
  • ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ
    ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ

ইরান ও সৌদি আরব নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের যে উদ্যোগ নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ। তিনি বলেছেন, এর ফলে পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা শক্তিশালী হবে।

তিনি চীনের শিনহুয়া বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করার ক্ষেত্রে তেহরান-রিয়াদ সম্পর্ক পুনঃস্থাপন ইতিবাচক ভূমিকা পালন করবে। ইরান ও সৌদি আরবের সম্পর্কের উন্নতি ঘটানোর কাজে তিনি ইরাক ও চীনের ভূমিকার কথাও স্মরণ করেন।

গত মার্চ মাসে ইরান ও সৌদি আরব চীনের মধ্যস্থতায় স্বাক্ষরিত এক চুক্তিতে ২০১৬ সালে ছিন্ন হয়ে যাওয়া কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে সম্মত হয়। এর আগে ২০১৭ সাল থেকে ইরাকের রাজধানী বাগদাদে লম্বা বিরতি দিয়ে ইরান ও সৌদি কর্মকর্তাদের মধ্যে অন্তত পাঁচ দফা বৈঠক হয়।সেসব আলোচনার সূত্র ধরেই তেহরান ও রিয়াদ ২০২৩ সালের মার্চ মাসে বেইজিং-এ চুক্তি স্বাক্ষর করতে সক্ষম হয়।

ইরান গত জুন মাসে আনুষ্ঠানিকভাবে রিয়াদে নিজের দূতাবাস ও জেদ্দায় নিজের কনস্যুলেট চালু করে। এরপর সৌদি আরব তেহরানে তার দূতাবাস ও মাশহাদ শহরে তার কনস্যুলেট উদ্বোধন করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান গত মাসে রিয়াদ সফর করে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে ‘খোলামেলা ও ফলপ্রসূ’ আলোচনা করেন।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ