জেনিনের নিরাপত্তার ওপর তেল আবিবের নিরাপত্তা নির্ভর করছে: হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রভাবশালী নেতা মুশির আল মাসরি বলেছেন, দখলদারদের জানা উচিত পশ্চিম তীরের জেনিনের নিরাপত্তার সঙ্গে তেল আবিবের নিরাপত্তার সম্পর্ক রয়েছে।
জেনিন শরণার্থী শিবিরে গতকালের ভয়াবহ হামলার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। ঐ হামলায় কয়েক জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
হামাস নেতা আরও বলেছেন- ইসরাইল পবিত্র মসজিদুল আকসায় হামলা অব্যাহত রাখার পাশাপাশি সংগ্রামী ফিলিস্তিনি নেতা-কর্মীদের হত্যা করে যাচ্ছে। এর পরিণতি ভালো হবে না। সম্ভাব্য পরিণতির জন্য ইসরাইলই দায়ী থাকবে।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে হানা দিয়ে অন্তত তিন ফিলিস্তিনিকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে দখলদার সেনারা। এ সময় অপর ২০ জন আহত হন।
এছাড়া গাজাতে হামলার ঘটনা ঘটেছে। গত দুই দিনে ইসরাইলি হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি শহীদ হয়েছেন।#
পার্সটুডে/এসএ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।