গাজার ক্রসিং পয়েন্টগুলো খুলে দিতে বাধ্য করুন: বিশ্ববাসীর প্রতি হামাসের আহ্বান
https://parstoday.ir/bn/news/west_asia-i129264
গাজার ক্রসিং পয়েন্টগুলো খুলে দিতে দখলদার ইসরাইলকে বাধ্য করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ১১, ২০২৩ ২০:১৬ Asia/Dhaka
  • রাফাহ ক্রসিং পয়েন্ট
    রাফাহ ক্রসিং পয়েন্ট

গাজার ক্রসিং পয়েন্টগুলো খুলে দিতে দখলদার ইসরাইলকে বাধ্য করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটি আজ (বুধবার) এক বিবৃতিতে মুসলিম বিশ্ব তথা গোটা আন্তর্জাতিক সমাজের উদ্দেশে বলেছে, গাজার মানুষের নিত্যপন্য সংগ্রহের জন্য ক্রসিং পয়েন্টগুলো খুলে দিতে দখলদার শক্তিকে বাধ্য করুন। দখলদার ইসরাইল গাজার বিদ্যুৎ, খাবার ও পানি বন্ধ করে দিয়ে নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে। এ অবস্থায় সেখানে মানবিক সংকট দেখা দিয়েছে। ক্রসিং পয়েন্টগুলো বন্ধ থাকায় মজলুম গাজাবাসী নিরুপায় হয়ে পড়েছে।

হামাস বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেছে, ফিলিস্তিনিরা গোটা বিশ্বের প্রতিনিধি হিসেবে দখলদারদের মোকাবেলায় মসজিদুল আকসা ও বায়তুল মুকাদ্দাসকে রক্ষা করছে। দখলদারদেরকে ফিলিস্তিনি জাতির সঙ্গে যা ইচ্ছা তাই করার অনুমতি দেবেন না। সবাই মিলে দখলদারকে ওপর চাপ প্রয়োগ করুন।

গত শনিবার সকাল থেকে ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযান শুরুর হয়। এরপর দখলদার বাহিনী গাজার বেসামরিক মানুষের ওপর নির্বিচারে বোমা ফেলতে শুরু করে।

ইসরাইলি বোমা হামলায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গাজায় এক হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচ হাজার ১৮৪ ফিলিস্তিনি। হতাহতের ৬০ শতাংশই নারী ও শিশু। এছাড়া পশ্চিম তীরে ইসরাইলি হামলায় শহীদ হয়েছেন ৩৩ জন। সেখানে আহতের সংখ্যা ১৩০ জন।#  

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।