ট্যাংক বিধ্বংসী আরপিজি উন্মোচন করল আল-কাসসাম ব্রিগেড
অক্টোবর ১৬, ২০২৩ ১৫:৩৫ Asia/Dhaka
ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেড ‘আল-ইয়াসিন’ নামে ট্যাংক বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে।
আল-কাসসাম ব্রিগেড শনিবার (১৪ অক্টোবর) এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখানো হয়েছে, প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ট্যাংক বিধ্বংসী আরপিজি তৈরি করছে। পরে তারা ১০৫ মি.মি. ক্যালিবারের আরপিজি দিয়ে গাজা উপত্যকায় একটি অবৈধ ইহুদি বসতিতে মোতায়েন ইসরাইলি মারকাভা ট্যাংক ধ্বংস করছে।
কাসসাম ব্রিগেডের মতে, আল-ইয়াসিন আরপিজির বিশাল ধ্বংসাত্মক শক্তি রয়েছে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৬
ট্যাগ