ইসরাইলে আল-আকসা তুফান অভিযান শুরুর আগমুহূর্তের ফুটেজ প্রকাশ
https://parstoday.ir/bn/news/west_asia-i129490-ইসরাইলে_আল_আকসা_তুফান_অভিযান_শুরুর_আগমুহূর্তের_ফুটেজ_প্রকাশ
গত ৭ অক্টোবর সকালে ইসরাইলের অভ্যন্তরে প্রবেশ করে বড় ধরনের অভিযান চালায় ফিলিস্তিনের গাজাভিত্তিক প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন। প্রতিরোধ যোদ্ধারা শত শত ইসরাইলি সেনাকে হত্যা ও বহুসংখ্যক ইসরাইলিকে বন্দি করে আবার গাজা উপত্যকায় ফিরে আসেন।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
অক্টোবর ১৭, ২০২৩ ১৬:০৮ Asia/Dhaka

গত ৭ অক্টোবর সকালে ইসরাইলের অভ্যন্তরে প্রবেশ করে বড় ধরনের অভিযান চালায় ফিলিস্তিনের গাজাভিত্তিক প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন। প্রতিরোধ যোদ্ধারা শত শত ইসরাইলি সেনাকে হত্যা ও বহুসংখ্যক ইসরাইলিকে বন্দি করে আবার গাজা উপত্যকায় ফিরে আসেন।

ফিলিস্তিনি যোদ্ধারা যখন গাজা উপত্যকা থেকে সাধারণ কিছু মোটর সাইকেলে করে ইসরাইলের ভেতরে অভিযান চালাতে রওয়ানা দেন তখন বার বার তাদের মুখে উচ্চারিত হয়েছে 'লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ' এবং ক্ষণে ক্ষণে ধ্বনিত হয়েছে 'আল্লাহ আকবর'।

অনেক যোদ্ধার গায়ে ছিল না যুদ্ধের পোষাক। খুব সাধারণ টি-শার্ট পরেই রওয়ানা দেন তারা।

ঈমানি জজবায় বলীয়ান এই অকুতোভয় যোদ্ধাদেরকে ঠেকানোর সাধ্য ইহুদিবাদী ইসরাইলের ছিল না। যাদের মনে শহীদ হবার আকাঙ্ক্ষা এবং মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মুক্ত করার সুতীব্র বাসনা- তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কী দূরে রাখা যায়? আজ হোক, কাল হোক- পুরো ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত হবে, মুক্ত হবে প্রথম কিবলা আল-আকসা। #

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭