তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন শহরে বেজে উঠল সাইরেন
ইসরাইলি শহরগুলো লক্ষ্য করে হামাসের রকেট বৃষ্টি অব্যাহত রয়েছে
অবরুদ্ধ গাজা উপত্যকার নিরপরাধ মানুষের ওপর দখলদার ইসরাইল সরকারের গণহত্যার প্রতিশোধ নিতে তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন শহর অভিমুখে ব্যাপক রকেট হামলা চালিয়েছে হামাস। বিভিন্ন সংবাদ সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।
এতে বলা হয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা গাজা থেকে তেল আবিব, অধিকৃত জেরুজালেম, জাফা এবং ইসরাইলের মধ্যাঞ্চলীয় আরো কয়েকটি শহরে বহু রকেট নিক্ষেপ করেছে।
খবরে আরো বলা হয়েছে, এসব রকেটের একাংশ ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের আঘাতে ধ্বংস হলেও বহু রকেট তেল আবিবসহ অন্যান্য শহরে আঘাত হেনেছে।
হামাস এসব রকেট নিক্ষেপ করার পর তেল আবিব, হোলেন, ইলেড, রিশন লেতজিওন, রামাত হাশরন, রামাত গান, বেই দেগান, গেফাতাইন ও কায়ার চাবাদ শহরে ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত হিসেবে সাইরেন বেজে ওঠে। সাইরেনের শব্দ শুনে হাজার হাজার ইসরাইলি ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে যায়। ইসরাইলের শহরগুলোতে রকেট আঘাত হানার ফলে সম্ভাব্য ক্ষয়ক্ষতির খবর প্রচার করেনি তেল আবিব।
হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, গাজার নিরস্ত্র জনগণের ওপর ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের প্রতিক্রিয়ায় তারা এসব রকেট নিক্ষেপ করেছে।#
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২৭