লেবানন সীমান্ত থেকে ইসরাইলিদের পালানোর হিড়িক; ঘরে ফিরতে অনিচ্ছুক
https://parstoday.ir/bn/news/west_asia-i130010-লেবানন_সীমান্ত_থেকে_ইসরাইলিদের_পালানোর_হিড়িক_ঘরে_ফিরতে_অনিচ্ছুক
লেবানন সীমান্তের কাছে বসবাসকারী ইসরাইলিরা আর ঘরে ফিরতে চাইছেন না। তারা জানিয়েছেন, হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের অবসান না হওয়া পর্যন্ত তারা আর ঘরে ফিরবেন না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৯, ২০২৩ ১৯:২৭ Asia/Dhaka
  • ইসরাইলি উপশহর
    ইসরাইলি উপশহর

লেবানন সীমান্তের কাছে বসবাসকারী ইসরাইলিরা আর ঘরে ফিরতে চাইছেন না। তারা জানিয়েছেন, হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের অবসান না হওয়া পর্যন্ত তারা আর ঘরে ফিরবেন না।

গত ২৩ দিনে দক্ষিণ লেবানন সীমান্তের কাছাকাছি অবস্থিত বেশ কয়েকটি ইহুদি উপশহর প্রায় খালি হয়ে গেছে।

ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা থেকে ২৭ হাজার ইহুদি বসতি স্থাপনকারী অন্যত্র চলে গেছে। আরও ২৩ হাজার বাসিন্দা ঘরবাড়ি ছাড়ছে। লেবানন সীমান্ত থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত 'কারিয়াত শামুনা' উপশহরে ২৭ হাজার ইসরাইলি বাস করে। সেই উপশহরটিও এখন খালি হয়ে যাচ্ছে। 

অপর একটি উপশহরের নাম মাতুলা। এই উপশহরের বাসিন্দারা বলেছেন, হিজবুল্লাহর রেজওয়ান ব্রিগেড যতদিন সীমান্তের কাছে অবস্থান করবে ততদিন তারা ঘরে ফিরবেন না। 

ইসরাইলের হোটেল মালিক সমিতির সভাপতি বলেছেন, গাজা ও দক্ষিণ লেবানন সীমান্তবর্তী এলাকা থেকে যেসব ইসরাইলি চলে এসেছে তাদের জন্য দেশের হোটেলগুলোর অর্ধেক কক্ষ ছেড়ে দিতে হয়েছে। ঘর ছেড়ে পালিয়ে আসা লোকজন এখন সেসব কক্ষে থাকছেন।# 

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।