ইসরাইলি বন্দিদের হামাসের হাত থেকে মুক্ত করে নেয়ার আকুতি
https://parstoday.ir/bn/news/west_asia-i130078-ইসরাইলি_বন্দিদের_হামাসের_হাত_থেকে_মুক্ত_করে_নেয়ার_আকুতি
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস তাদের হাতে আটক তিন ইসরাইলি নারী বন্দির একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ভিডিওতে তিন নারীর একজন ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ করে বক্তব্য দিয়েছেন।
(last modified 2025-10-11T13:22:26+00:00 )
অক্টোবর ৩১, ২০২৩ ০৯:২৯ Asia/Dhaka

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস তাদের হাতে আটক তিন ইসরাইলি নারী বন্দির একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ভিডিওতে তিন নারীর একজন ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ করে বক্তব্য দিয়েছেন।

ওই নারী ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে বিনিময়ের মাধ্যমে তাদেরকে মুক্ত না করার জন্য নেতানিয়াহুর প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদেরকে যেন ‘এই মুহূর্তে’ মুক্ত করা হয়।

গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে অনুপ্রবেশ করে বড় ধরনের অভিযান চালায় হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন। আল-আকসা তুফান নামক ওই অভিযানে বহু ইহুদিবাদীকে হত্যা করে শত শত ইসরাইলি বসতি স্থাপনকারীকে ধরে গাজায় নিয়ে যান ফিলিস্তিনি যোদ্ধারা।

গত রোববার গাজায় হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার এক বক্তব্যে বলেন, তারা ইসরাইলি কারাগারে আটক সব ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে তাদের হাতে আটক সব ইসরাইলি বন্দিকে মুক্তি দিতে রাজি আছেন। কিন্তু নেতানিয়াহু ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এর পরদিন সোমবার হামাস তিন ইসরাইলি নারীর ভিডিও ক্লিপ প্রকাশ করল।

ভিডিওতে আটক তিন নারীর একজন হিব্রু ভাষায় দেয়া বক্তব্যে বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী গত ৭ অক্টোবরের হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছেন এবং এখনও হামাসের হাতে আটক বন্দিদের মুক্ত করে নিতে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন।

হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের পক্ষ থেকে প্রকাশিত ভিডিওতে ওই নারী নেতানিয়াহুকে উদ্দেশ করে বলছেন: “আমরা জানি যে, একটি যুদ্ধবিরতি হওয়ার কথা ছিল। আপনি আমাদের সবাইকে মুক্ত করে নেবেন বলে আমরা আশা করছি। আপনি আমাদের সবাইকে মুক্ত করে নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।”

হামাসের হাতে আটক ইসরাইলি নারী আরো বলেন: “আমরা নিরপরাধ বেসামরিক নাগরিক...আপনি আমাদের সবাইকে হত্যা করতে চান; আপনি চান [ইসরাইলি] সেনাবাহিনী আমাদের সবাইকে হত্যা করুক। আপনি আমাদেরকে ফিরে আসতে দিন.... আমাদেরকে আমাদের পরিবারের কাছে ফিরিয়ে নিন।”

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসের পক্ষ থেকে ভিডিও প্রকাশের প্রতিক্রিয়ায় বলেছেন, এটি হামাসের অপপ্রচারণামূলক ভিডিও এবং তিনি এতে কান দেবেন না। যুদ্ধ করে হামাসের হাত থেকে জোর করে ইসরাইলি বন্দিদের মুক্ত করে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যুদ্ধবাজ এই ইহুদিবাদী নেতা।

হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনের কাছে প্রায় ২৫০ ইসরাইলি বন্দি রয়েছে। আল-কাসসাম ব্রিগেড সম্প্রতি ঘোষণা করেছে, গাজা উপত্যকার ওপর ইসরাইলের পাশবিক ও নির্বিচার বিমান হামলায় এরইমধ্যে তাদের হাতে আটক ৫০ ইসরাইলি নিহত হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।