গাজা সীমান্তে আরেকটি ইসরাইলি ট্যাংক ধ্বংস করল হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i130176-গাজা_সীমান্তে_আরেকটি_ইসরাইলি_ট্যাংক_ধ্বংস_করল_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড জানিয়েছে, গাজা সীমান্তে ইসরাইলের আরেকটি ট্যাংক ধ্বংস করা হয়েছে। 'ইয়াসিন-১০৫' রকেটের সাহায্যে এটিকে ধ্বংস করা হয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ০১, ২০২৩ ২১:১৯ Asia/Dhaka

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড জানিয়েছে, গাজা সীমান্তে ইসরাইলের আরেকটি ট্যাংক ধ্বংস করা হয়েছে। 'ইয়াসিন-১০৫' রকেটের সাহায্যে এটিকে ধ্বংস করা হয়।

ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড আজ (বুধবার) বলেছে, গাজা উপত্যকার সীমান্তের হাজার-আলদিক এলাকায় একটি ট্যাংক ধ্বংস করা হয়েছে। সেখানে একের পর এক রকেটের আঘাতে দখলদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরাইলের ১৮ সেনা নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

গাজার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে দখলদার বাহিনী। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় হামাসের একটি রকেটের আঘাতেই একটি সাজোয়া যান ধ্বংস ও ৭ দখলদার সেনা প্রাণ হারিয়েছে।

ফিলিস্তিনি সংগ্রামীদের সঙ্গে পেরে না উঠে তারা গাজার জনগণের ওপর নির্বিচার হামলা অব্যাহত রেখেছে। জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়ে বহু শরণার্থীকে হত্যা করেছে।#

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন