হতাহতের খবর পাওয়া যায়নি
সিরিয়ার কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল
ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে। যখন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন চলছে এবং হাজার হাজার নারী, শিশু ও বৃদ্ধ শহীদ হয়েছেন তখন সিরিয়ার অভ্যন্তরে দখলদার বাহিনী নতুন করে এই হামলা চালানো।
বর্ণবাদী ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের কয়েকটি জঙ্গিবিমান আজ (রোববার) সকালে সিরিয়ার বিভিন্ন অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে।
ইসরাইলি বাহিনী দাবি করেছে, সিরিয়া থেকে অধিকৃত গোলান মালভূমি লক্ষ্য করে কয়েকটি রকেট ছোঁড়ার পর তারা সিরিয়ার ভেতরে বিমান হামলা চালায়। সিরিয়া থেকে ছোঁড়া রকেটগুলো খোলা জায়গায় পড়ে বলে ইসরাইল বাহিনী জানিয়েছে।
ইসরাইলি বিমান হামলায় সিরিয়ার ভেতরে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।
এর আগে কয়েকটি সূত্রের বরাত দিয়ে লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মায়াদিন জানিয়েছে, ইসরাইলের গোলন্দাজ ইউনিট সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশের ওয়াদি-আল ইয়ারমুখ এলাকায় সাতটি গোলাবর্ষণ করেছে।#
পার্সটুডে/এসআইবি/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।