হিজবুল্লাহর হাতে ইসরাইলের আরো একটি মারাকাভা ট্যাংক ধ্বংস
(last modified Fri, 17 Nov 2023 08:26:58 GMT )
নভেম্বর ১৭, ২০২৩ ১৪:২৬ Asia/Dhaka
  • হিজবুল্লাহর সম্প্রচারিত ভিডিও ফুটেজ থেকে নেয়া
    হিজবুল্লাহর সম্প্রচারিত ভিডিও ফুটেজ থেকে নেয়া

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধাদের হাতে ইহুদিবাদী ইসরাইলের আরো একটি ট্যাংক ধ্বংস হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দখলদার বাহিনী ৪০ দিনের বেশি সময় ধরে যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে এবং গাজার জনগণের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ ইসরাইলি বাহিনীর ওপর এই হামলা চালায়।

হিজবুল্লাহ জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) তারা ইসরাইলের একটি মারকাভা ট্যাংক ধ্বংস করেছে। হামলায় তারা ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইসরাইলের ব্রানিত গ্যারিসনে হিজবুল্লাহ যোদ্ধারা এই হামলা চালিয়েছে।

এর বাইরে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলি সেনাদের আরো দুটি অবস্থানে হামলা চালায়। এসব হামলায় গাইডেড মিসাইল ব্যবহার করা হয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে স্পষ্ট করে বলেছে, গাজার জনগণের সমর্থনে এবং হামাস ও জিহাদ আন্দোলনের যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে এসব হামলা চালানো হয়।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধারা গাজা থেকে ইসরাইলের ভেতরে নজিরবিহীন সফল অভিযান চালানোর পর ইসরাইল গাজার ওপর ব্যাপক মাত্রায় বর্বরতা চালিয়ে আসছে। এ সময় থেকে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলি সেনাদের সংঘর্ষ হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।