৩০০ ফিলিস্তিনি বন্দীর তালিকা প্রকাশ করল ইসরাইল; সকাল ১০টা থেকে যুদ্ধবিরতি
https://parstoday.ir/bn/news/west_asia-i131158
দখলদার ইসরাইল ৩০০ জন ফিলিস্তিনি বন্দীর একটি তালিকা প্রকাশ করেছে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় এই তালিকা থেকে ১৫০ জনকে আগামী চার দিনে মুক্তি দেবে তারা।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ২২, ২০২৩ ২১:৩৩ Asia/Dhaka
  • হামাস নেতা মূসা আবু মারজুক
    হামাস নেতা মূসা আবু মারজুক

দখলদার ইসরাইল ৩০০ জন ফিলিস্তিনি বন্দীর একটি তালিকা প্রকাশ করেছে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় এই তালিকা থেকে ১৫০ জনকে আগামী চার দিনে মুক্তি দেবে তারা।

তালিকায় থাকা ফিলিস্তিনিদের মধ্যে ২৮৭ জনই শিশু-কিশোর এবং বাকি ১৩ জন নারী। তাদেরকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। শিশু-কিশোরদের বেশিরভাগই পশ্চিম তীর ও বায়তুল মুকাদ্দাস থেকে আটক হয়েছিল।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রভাবশালী নেতা মুসা আবু মারজুক আজ বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে ৫০ জন বন্দীকে মুক্তি দেওয়া হবে। গাজা থেকে যারা মুক্তি পাবে তাদের বেশিরভাগই বিদেশি। ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানের সময় তাদেরকে দখলদার ইসরাইল থেকে আটক করে আনা হয়েছিল।

আবু মারজুক আরও বলেন, 'ইসরাইলি কারাগারে আটক সকল বন্দীদের এই বলে আশ্বস্ত করছি যে, আপনাদের সবাই মুক্ত করা হবে। ইসরাইলের একজন বন্দীকে আমরা ছাড়ব তিন জন ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে।' আগামীকাল (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল ১০ থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।

ইসরাইলের যুদ্ধবাজ নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর উপদেষ্টা ঘোষণা করেছেন, ইসরাইলি বন্দীদের মুক্তির জন্য তারা অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে প্রস্তুত আছে।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।