১১ বছর পর সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগ দিল সিরিয়া
(last modified Thu, 07 Dec 2023 13:45:41 GMT )
ডিসেম্বর ০৭, ২০২৩ ১৯:৪৫ Asia/Dhaka
  • রাষ্ট্রদূত (বামে)
    রাষ্ট্রদূত (বামে)

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ১১ বছর পর সৌদি আরবে রাষ্ট্রূদত নিয়োগ দিয়েছেন। সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীদের তৎপরতা শুরু হওয়ার পর সৌদি আরব ২০১২ সালে সিরিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, উপ পররাষ্ট্রমন্ত্রী আইমান সুসানকে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নতুন এই দায়িত্ব বুঝে নেয়ার আগে সুসান প্রেসিডেন্ট আসাদের সামনে শপথ নেন। সেখানে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ উপস্থিত ছিলেন। 

গতকালের ওই অনুষ্ঠানে আলজেরিয়ার জন্য নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেন প্রেসিডেন্ট বাশার আসাদ। আলজেরিয়ায় নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন মাহের বাদদুর। শপথ অনুষ্ঠানের পর প্রেসিডেন্ট বাশার আসাদ দুই রাষ্ট্রদূতের পেশাগত সফলতা কামনা করেন।

গত মে মাসে সিরিয়া ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে। ওই মাসেই আরব লীগও সিরিয়ার সদস্য পদ ফিরিয়ে দেয়। এর আগের মাসে ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি সই করে।#

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ